Loading...
আশরাফুল আলম পিনটু
লেখকের জীবনী
আশরাফুল আলম পিনটু (Ashraful Alam Pintu)

আশরাফুল আলম পিনটু। জন্ম বরেন্দ্রভূমির নানাবাড়ি কাদিপুর ১৫ মার্চ ১৯৬৪। দাদাবাড়ি তালপুকুর। বাবাবাড়ি রাজশাহী শহরের শালবাগান। দাদাবাডি আর নানাবাড়িতেই কেটেছে বেশি সময়। গাছপালা বনবাদাড় আর পাখির দিকে টান ছােটবেলা থেকে। লেখালেখির শুরু ১৯৭৬-এ। দেশের বিভিন্ন পত্রপত্রিকায় লিখে চলেছেন। ছােট-বড় সবার জন্যই লেখেন। লেখেন গল্প, উপন্যাস, ছড়া, কবিতা ও কলাম। বড়দের জন্য প্রকাশিত গ্রন্থের সংখ্যা ৩৫ ছােটদের জন্য ছড়ার বই তালপাতার বাঁশি গল্পের বই শশানতলির সার্কাস উপন্যাস টুপিন ভাই জিন্দাবাদ, দাদুর বেড়াল শৈশববিষয়ক বই রূপকথা নয় চুপকথা । বর্তমান চাকরিস্থল দৈনিক পত্রিকা যুগান্তর।। সম্পাদনা করছেন ছােটদের পাতা আলাের নাচন। এছাড়া একদিন প্রতিদিন বিভাগের বিভাগীয় সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

আশরাফুল আলম পিনটু এর বইসমূহ