Loading...
আশরাফ জুয়েল
লেখকের জীবনী
আশরাফ জুয়েল (Ashraf Jewel)

আশরাফ জুয়েল। জন্ম ৩০ সেপ্টেম্বর ১৯৭৭ সাল, মহারাজপুর, চাঁপাইনবাবগঞ্জ, বাংলাদেশ। চিকিতসাবিজ্ঞানে স্নাতোকত্তোর করে বর্তমানে বি আর বি হাসপাতাল লিমিটেডের ক্রিটিক্যাল কেয়ার বা ইনটেনসিভ কেয়ার ও ইমার্জেন্সি মেডিসিন বিভাগের কনসালট্যাণ্ট হিসেবে দায়িত্বরত। এর বাইরে লেখালেখিই একমাত্র নেশা। ব্যক্তি জীবনে দুই সন্তানের জনক। সহধর্মিণী ডাঃ রওশন আরা খানম ইউনাইটেড হসপিটালের বক্ষব্যধী বিশেষজ্ঞ। প্রকাশিত গ্রন্থ- চারটি। প্রথম গল্পগ্রন্থ “রাষ্ট্রধারণার বিরুদ্ধে মামলা ও বিবিধ গল্প’ জেমকন তরুণ কথাসাহিত্য পুরস্কারে ভূষিত এবং পাঠক ও সমালোচক মহলে সমাদৃত৷ পশ্চিমবঙ্গ থেকে পেয়েছেন ‘ইতিকথা মৈত্রী সাহিত্য সম্মাননা ২০১৭’। 'পূর্বপশ্চিম সাহিত্য পত্রিকা'র প্রতিষ্ঠাতা সম্পাদক।