আশানুর রহমান জন্ম ১৯৭২ সালে, ঝিনাইদহ জেলার মহেশপুর থানার সীমান্তবর্তী মান্দারতলা গ্রামে। পড়াশোনা করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, বিআইবিএম ও কানাডার সিকিউরিটিজ ইনস্টিটিউটে। সমাজবদলের স্বপ্নে বিভোর হয়ে একসময় বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা অসমাপ্ত রেখে চলে গিয়েছিলেন দেশের প্রত্যন্ত অঞ্চলে। বর্তমানে ব্যাংকিং পেশায় নিয়োজিত। শিল্প-সাহিত্যের অঙ্গনেও সক্রিয়। মননশীল পত্রিকা 'মননরেখা'র সম্পাদনা পরিষদের একজন গুরুত্বপূর্ণ সদস্য। লেনিন লেখকের প্রথম উপন্যাস। রচনাটির কিছু অংশ অনলাইন পত্রিকা 'লেখালেখির উঠান'-এ ধারাবাহিকভাবে প্রকাশ হয়। স্ত্রী মুছফেরা খান জুফা, দুই কন্যা অর্ণবী অমৃতা নূর ও আনায়া আনাভী নূরকে নিয়ে লেখকের পরিবার।