আরজুমন্দ আরা বানু তার সামগ্রিক সাহিত্যকর্মের জন্যে ‘ঢাকা বিশ্ববিদ্যালয় সাহিত্য পুরস্কার’ হিসেবে ১৯৮৬ সালে স্বর্ণপদক লাভ করেন। গ্রন্থের ‘নিঃশব্দ আর্তনাদ’ গল্পের জন্য ১৯৮৭ সালে তিনি শামসুন্নাহার হল সাহিত্য পুরস্কার পান।। ১৯৮৮ সালে তিনি বাংলা ভাষা ও সাহিত্যে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক (সম্মান) প্রথম শ্রেণী এবং ১৯৯০ সালে স্নাতকোত্তর পর্বে দ্বিতীয় শ্রেণীতে প্রথম স্থান লাভ করেন। বর্তমানে তিনি ঢাকার শেখ বােরহানুদ্দীন পােস্ট গ্রাজুয়েট কলেজের বাংলা বিভাগের প্রভাষক । ২০০৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে ‘শহীদুল্লাহ কায়সার ও জহির রায়হানের কথা সাহিত্য : বিষয় ও প্রকরণ’ অভিসন্দর্ভের জন্য তিনি পিএইচডি ডিগ্রি লাভ করেন। তাঁর কাব্যগ্রন্থ ‘হৃদয়ের হাওয়া বদল’ ১৯৯১ সালে প্রকাশিত হয়। এছাড়া বর্ণেবর্ণে মুক্তিযুদ্ধে (যৌথভাবে), ভাষা আন্দোলনের পঞ্চাশ বছর (সম্পাদিত), মুক্তিযুদ্ধের ত্রিশবছর (সম্পাদিত), জহির রায়হানের উপন্যাস সমগ্র (সম্পাদিত) ইত্যাদি প্রকাশিত গ্রন্থের মধ্যে অন্যতম। আরজুমন্দ আরা বানু নড়াইল জেলার নড়াগাতি থানার ডুমুরিয়া গ্রামে জন্মগ্রহণ করেন।