Loading...
আরিয়ান সিদ্দিক
লেখকের জীবনী
আরিয়ান সিদ্দিক (Ariyan Siddik)

‘আরিয়ান সিদ্দিক’ ১৯৮৫ সালের ৭ মার্চ নেত্রকোণা জেলার সুসঙ্গ দুর্গাপুর উপজেলাধীন ঝানজাইল গ্রামে জন্মগ্রহণ করেন। খুব ছোটবেলা থেকেই তার বইপড়ার শখ ছিলো। প্রাতিষ্ঠানিক পড়াশোনার পাশাপাশি লেখালেখির হাতেখড়ি হয় সেই সুবাদেই। কবিতার পাশাপাশি তিনি গল্পও লিখেছেন। আঞ্চলিক এবং জাতীয় পত্রিকাসহ বিভিন্ন সাহিত্য সংগঠন থেকে তার লেখা অসংখ্য গল্প ও কবিতা প্রকাশ হয়েছে এবং হচ্ছে। ‘তুমি চলে গেছো বলে’ শিরোনামে একটি একক কাব্যগ্রন্থটি ২০০২ সালে প্রথম আলোর মুখ দেখে এবং ২০২০ সালের জাতীয় গ্রন্থমেলায় প্রকাশিত হয় তার লেখা দ্বিতীয় একক কাব্যগ্রন্থ ‘নতুন পৃথিবীর খোঁজে’। পাঠকমহলে বইটি খুবই আলোড়ন সৃষ্টি করেছে এবং ব্যাপক পাঠকপ্রিয়তাও পেয়েছে। তাঁর কবিতা এবং গল্পের বিষয়াঙ্গিকে মাটি ও মানুষের গন্ধ পাওয়া যায়।

আরিয়ান সিদ্দিক এর বইসমূহ