অধ্যাপক আনােয়ারউল্লাহ চৌধুরীর জন্ম ১৯৪৫ সালের ১৫ জুন ফেনী শহরের অদূরে ধােনসাহাদ্দা গ্রামে তখনকার এক সম্ভ্রান্ত মুসলমান পরিবারে। ঢাকা বিশ্ববিদ্যালয়, দিল্লি বিশ্ববিদ্যালয় ও যুক্তরাজ্যের সাসেক্স বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞান ও নৃ-বিজ্ঞান বিষয়ে তিনি উচ্চতর শিক্ষাগ্রহণ করেন এবং গবেষণা সম্পন্ন করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাঁর সুদীর্ঘ বিয়াল্লিশ বছর শিক্ষকতা জীবনে তিনি সমাজবিজ্ঞান। বিভাগের চেয়ারম্যান, সামাজিক বিজ্ঞান অনুষদের ডীন, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি, ঢাকা বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট ও সিনেটর সদস্যসহ অনেক গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়ােজিত ছিলেন। এছাড়া ১৯৯২ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়, নৃ-বিজ্ঞান বিভাগ’ নামক একটি নতুন বিভাগ প্রতিষ্ঠা করেন এবং এই বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। পরবর্তীকালে তিনি দীর্ঘ চার বছর যাবৎ বাংলাদেশে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের পূর্ণকালীন সদস্যের দায়িত্ব পালন করেন। তিনি ২০০০-২০০১ সালে যুক্তরাষ্ট্রের মিনিসােটা ষ্টেট বিশ্ববিদ্যালয়ে নৃবিজ্ঞান বিষয়ে ভিজিটিং প্রফেসর হিসাবে দায়িত্ব পালন করেন। তারপর তিনি ২০০১-২০০২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্বে নিয়ােজিত ছিলেন। এরপর তিনি ২০০৩-২০০৬ সালে বাহরাইনে বাংলাদেশের রাষ্টদূত হিসাবে কর্মরত ছিলেন। বর্তমানে গ্রীণ ইউনিভার্সিটি অব বাংলাদেশ এর উপাচার্য হিসাবে কর্মরত আছেন। অধ্যাপক আনােয়ারউল্লাহ। চৌধুরীর সমাজবিজ্ঞান ও নৃ-বিজ্ঞান বিষয়ে বারটি গ্রন্থ এবং তিরিশটিরও অধিক গবেষণা প্রবন্ধ দেশ-বিদেশ থেকে প্রকাশিত হয়েছে। তার অধীনে বেশ কয়েকজন গবেষক, পি. এইচ.ডি. ও এম. ফিল গবেষণা সম্পন্ন করেছেন। ১৯৯২ সাল জাতিসংঘের সাধারণ পরিষদে তিনি বাংলাদেশ প্রতিনিধি দলের অন্যতম সদস্য ছিলেন।