ভাটি অঞ্চলের টাঙ্গুয়া হাওর। যেখানে হত দরিদ্র মানুষগুলাের অতিদীর্ঘ নিঃশ্বাস উন্মুক্ত বাতাসে ভেসে বেড়ায়। যা কখনাে ধুয়ে মুছে দিয়ে যেতে পারবে না উত্তাল জলধারা। হত দরিদ্র মানুষগুলােকে যেখানে সারাজীবনই বানের জলের মতাে অত্যাচারী ধনাঢ্যদের পদতলে পড়ে থাকতে হয়। সেই সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলার পাইকরাটি ইউনিয়নের অজপাড়া নওধার গ্রামে এক মুসলিম পরিবারে লেখক এনামুল হক ১৯৭৫ সালের ৪ডিসেম্বর জন্মগ্রহণ করেন। শিক্ষাজীবন শেষ করে জাতি গড়ার কারিগর হিসাবে শিক্ষকতার মহান পেশায় নিজেকে নিয়ােজিত করেন। বর্তমানে তিনি আহম্মদপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে কর্মরত আছেন। শত কর্ম ব্যস্ততার মাঝেও তিনি বর্তমান ভাবধারায় বাংলার জনজীবন, শােষক ও শােষিতের স্বরূপ, গ্রামীণ দৃশ্যপট, প্রেম বিরহের শােকগাঁথা স্বতন্ত্র। কাহিনী, নাটক, কবিতা, গল্প, উপন্যাসের মাধ্যমে তুলে ধরেন পাঠক মহলে। তার প্রথম প্রকাশিত উপন্যাস সারাবেলা’ এছাড়া অন্যান্য প্রকাশিত বইয়ের মধ্যে প্রথম শিহরণ, অজানা সৈকতে, ছায়া কঙ্কাল উল্লেখযােগ্য। বর্তমানে তিনি টিভি নাটক রচনা করছেন। তাঁর নির্মানাধীন ধারাবাহিক নাটক ‘ভাটির মানুষ’ যে কোন একটি টিভি চ্যানেলে প্রচারিত হবে। এখন তিনি ১ ঘন্টার নাটক নিয়ে কাজ করছেন। এবার ‘একুশে বইমেলা-২০১৩ প্রকাশিত হল একটি প্রেমের উপন্যাস ‘বিষন্ন ভালােবাসা। এই উপন্যাসটি পাঠক মহলে ব্যাপক সমাদৃত হবে বলে আমার দৃঢ় বিশ্বাস।