Loading...
এম সাখাওয়াত হোসেন
লেখকের জীবনী
এম সাখাওয়াত হোসেন (Am Shakhauat Hosen)

এম সাখাওয়াত হােসেন জন্ম ১৯৪৮ সালের ১ ফেব্রুয়ারি, বরিশালে । ১৯৬৬ সালে তিনি পাকিস্তান মিলিটারি একাডেমি, কাকুল থেকে কমিশন লাভ করেন এবং ১৯৯৪ সালে বাংলাদেশ সেনাবাহিনী থেকে ব্রিগেডিয়ার জেনারেল হিসেবে অবসর নেন। তিনি ২০০৭ থেকে ২০১২ সাল পর্যন্ত নির্বাচন কমিশনার ছিলেন। বাংলাদেশে নির্বাচনী সংস্কার বিষয়ে গবেষণা অভিসন্দর্ভের জন্য তিনি বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস | (বিইউপি) থেকে এমফিল ডিগ্রি অর্জন করেন। একজন প্রতিরক্ষা ও আন্তর্জাতিক রাজনীতি বিশ্লেষক এবং নির্বাচন বিশেষজ্ঞ হিসেবে তিনি নিয়মিত বিভিন্ন পত্রপত্রিকায়। নিবন্ধাদি লেখেন এবং সেমিনার, গােলটেবিল ও টিভি টক শােতে অংশ নেন। এ পর্যন্ত তাঁর প্রকাশিত গ্রন্থসংখ্যা ১৯। তার গ্রন্থগুলাের মধ্যে রয়েছে ইমপ্যাক্ট অন গ্লোবাল পিস, অস্থির বিশ্ব ও আমাদের রাজনীতি, কত জনপদ: কত ইতিহাস, যমুনা গােমতীর তীরে, বাংলা বিহার প্রান্তে প্রভৃতি।