Loading...
আলিজা আলী ইজেতবেগোভিচ
লেখকের জীবনী
আলিজা আলী ইজেতবেগোভিচ (Alija Ali Izetbegovic)

আলিজা আলী ইজেতবেগোভিচ (Alija Ali Izetbegović)। ইউরোপের স্বাধীন মুসলিম রাষ্ট্র বসনিয়া-হারজেগোভিনার প্রথম প্রেসিডেন্ট। ১৯২৫ সালের 8 আগষ্ট রাজধানী সারায়েভোর অদূরে 'সামাক' নামক স্থানে মুসলিম পরিবারে জন্মগ্ৰহন করেন। তার শিক্ষাজীবনের শুরু হয় সারায়েভোতে এবং সারায়েভো বিশ্ববিদ্যালয় থেকেই তিনি ১৯৫৬ সালে আইনশাস্ত্রে উচ্চতর ডিগ্রি লাভ করেন। ১৯৪০ সালে সারায়েভোর ‘ইয়াং মুসলিম’ সংগঠনে যোগদান করেন। ১৯৪৬ সালে সালে মুসলিম সাময়িকী ‘মোজাহেদ’ প্রকাশনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার দায়ে ৩ বছর কারাগারে কাটান। ১৯৭০ সালে ISLAMIC DECLARATION নামে ইসলামের প্রকৃত রূপরেখা, ইসলামী রাষ্ট্রীয় ব‍্যবস্হাপনা, ঐক্যবদ্ধ মুসলিম সমাজব‍্যবস্হা প্রভৃতি বিষয়ে সুসংহত অভিমতগুলোকে যৌক্তিকভাবে উপস্হাপন করেন। ১৯৮৩ সালে আবার বন্দি হন এবং ১৯৮৮ সালে মুক্তি পান। ওই বছরই সরাসরি রাজনীতিতে নাম লেখান। ১৯৯০ সালে গঠন করেন ‘পার্টি অব ডেমোক্র্যাটিক অ্যাকশন (এসডিএ)। নব্বইয়ের দশকে নির্বাচনে মোট ২৪০টি আসনের মধ্যে ৮৬টি আসন পায় তার দল। আর ১৯৯২ সালে সরাসরি স্বাধীনতার প্রশ্নে গণভোট হয়। এতে ৬৪ শতাংশ ভোট পড়ে স্বাধীনতার পক্ষে। এক মাস পর ইউরোপীয় ইউনিয়ন এবং আমেরিকা স্বাধীন দেশ হিসেবে বসনিয়া-হারজেগোভিনাকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয়। তিনি প্রেসিডেন্ট ছিলেন ১৯৯৬ সাল পর্যন্ত। ২০০০ সালে অক্টোবর পর্যন্ত যৌথ প্রেসিডেন্সির চেয়ারম্যান ছিলেন তিনি। ২০০৩ সালে তিনি মারা যান। তার স্ত্রীর নাম হালিদা রেপোভ্যাক। তাদের তিন সন্তান। এদের মধ্যে দুই কন্যা। বড় মেয়ে লেজলা গণিতবিদ। ছোট সাবিনা ফরাসি এবং ইংরেজি ভাষার শিক্ষক। সময়ে সময়ে বাবার লেখাগুলোকে ওই ভাষায় অনুবাদ করেছেন। আর একমাত্র ছেলে বাকির ছিলেন পেশায় স্থপতি। তিনি বাবার সুরক্ষা বাহিনীর প্রধান হিসেবেও কাজ করেছেন। ১৯৯৩ ও ৯৪ সালে তিনি একটি বিশেষ বাহিনীর কমান্ড করেন।

আলিজা আলী ইজেতবেগোভিচ এর বইসমূহ