Loading...
অজয় চক্রবর্তী
লেখকের জীবনী
অজয় চক্রবর্তী (Ajoy Chokroborti)

Ajoy Chokroborti-এর জন্ম ২৫ ডিসেম্বর, ১৯৫২, উত্তর ২৪ পরগনার শ্যামনগরে। পড়াশোনা ইছাপুরের নর্থল্যান্ড হাইস্কুলে; রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে বি.এ. অনার্স ও এম.এ. পরীক্ষায় প্রথম শ্রেণীতে প্রথম স্থান অধিকার করে স্বর্ণপদক লাভ। খেলাধুলায় ইউনিভার্সিটি ব্লু হন। দু বছর বয়সে সংগীতশিক্ষা শুরু পিতা শ্রীঅজিতকুমার চক্রবর্তীর কাছে। পরে পান্নালাল সামন্ত, কানাইদাস বৈরাগী, মুনব্বর আলি খান এবং জ্ঞানপ্রকাশ ঘোষের কাছে সংগীতশিক্ষা। ১৯৭৮-এ কলকাতায় সংগীত রিসার্চ অ্যাকাডেমি স্থাপিত হলে প্রথম স্কলাররূপে যোগদান এবং কয়েক বছরের মধ্যেই ওই সংস্থার গুরু এবং এক্সপার্ট কমিটির সদস্য পদে নির্বাচিত। এস.আর. এ-র প্রথম এবং একমাত্র স্বর্ণপদক প্রাপ্ত ফেলো। দেশে-বিদেশে বহু সম্মান ও পুরস্কার পেয়েছেন। উল্লেখযোগ্য—১৯৮৯-তে চলচ্চিত্রের শ্রেষ্ঠ নেপথ্য গায়করূপে রাষ্ট্রপতি পুরস্কার, ১৯৯৩-এ ‘কুমার গন্ধর্ব’ জাতীয় পুরস্কারের প্রথম প্রাপকের সম্মান। ১৯৮১ থেকে এ যাবৎ আমেরিকা, ইউরোপ এবং এশিয়ার নানা দেশে সরকারি ও বেসরকারি উদ্যোগে ভারতীয় সংগীতের প্রসারে ব্যাপৃত। ১৯৯৭-তে আমেরিকার নিউ অর্লিয়ান্স শহরের সম্মানিত নাগরিকের স্বীকৃতিলাভ। বিবাহ ১৯৭৯ সালে। সহধর্মিণী শ্রীমতী চন্দনা প্রতিষ্ঠিত সংগীতশিল্পী। কন্যা কৌশিকী সম্ভাবনাময়ী সংগীতশিল্পী, পুত্র অনঞ্জন। লেখক ‘শ্রুতিনন্দন’ সংগীত শিক্ষায়তনের প্রতিষ্ঠাতা। দেশেবিদেশে তাঁর পঞ্চাশের বেশি ক্যাসেট, সি.ডি প্রকাশিত।

অজয় চক্রবর্তী এর বইসমূহ