এহসানুল ইয়াসিনের জন্ম ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর উপজেলার চিনাইর গ্রামে। মূলত কবিতা লিখলেও তার গদ্যের হাত অসাধারণ। এহসানুল ইয়াসিন শূন্য দশকের কবি। সমকালীন কবিদের মধ্যে তাকে আলাদা করে চিহ্নিত করা যায়। কবিতার বিষয়, ভাষাভঙ্গি, যাপিত জীবন, ইতিহাস - ঐতিহ্যের ব্যবহার পাঠককে দারুণভাবে আলোড়িত করে। সমকাল, মানুষ ও সভ্যতা তার কবিতার অন্যতম অনুষঙ্গ। তিনি যখন দুর্বিনীত সময়ে ভালোবাসার কথা বলেন তখন ভুলে যান না একটি ভয়ঙ্কর সময়ের মধ্যে দাঁড়িয়ে আছেন। আবার এই সময় নিয়ে যখন লেখেন তখনও ভুলে যান না জীবনের মধুরতার কথা। ফলে পাঠক এবং লেখকের যোগসূত্রে তৈরি হয় নতুন জীবনবোধ। আর এই অভিমিশ্রণকে ধরতে কবি যে ভাষার আশ্রয় গ্রহণ করেন তা একান্তই নিজস্ব এবং মায়াবী। এভাবেই তিনি অন্যদের চেয়ে আলাদা হয়ে সকলের হয়ে উঠেন।