আহমেদ সােহেল বিক্রমপুরের ষােলঘর গ্রামে। ১৬ নভেম্বর জন্ম গ্রহণ করেন। পিতা : আহমেদ আবুল হােসেন, মাতা : ছানােয়ারা খানম। অবিচল আস্থায় বাংলাসাহিত্যকে উর্বর করার। নেশায় ডুবে থাকা তার স্বভাব। নতুন সৃষ্টির তাড়নায় কখনাে হয়ে ওঠেন তাই আবেগ প্রবণ, কখনাে অন্ধ আবেগের পশ্চাদ-বিমুখতাকে শক্ত হাতে দমন করেন। বাস্তবতার উন্মাতাল স্রোতে জেগে ওঠে তার শক্তিশালী কলম। সাবলিল ভাষায় দৈনন্দিন জীবনের সমস্যা ও সমাধান বেরিয়ে আসে তার লেখায়। লিখেন কবিতা, গল্প, উপন্যাস ও গান। তিনি বড় হয়েছেন তার জন্মস্থান ষােলঘরেই। বর্তমানে ইংল্যান্ডে প্রবাসী। প্রথম লেখা কলেজ ম্যাগাজিনে, এরপর বিভিন্ন পত্রিকায়। তার প্রকাশিত গ্রন্থ : (উপন্যাস) মেঘ অরণ্য, মন পবন, যখন সন্ধ্যা নামে, মেঘে ঢাকা চাঁদ। (কাব্যগ্রন্থ) রূপালী জ্যোৎসনা, ছায়া প্রহরী, সীমানা ছাড়িয়ে, লীনা এবং স্বপ্ন।