Loading...
আহমেদ শরীফ
লেখকের জীবনী
আহমেদ শরীফ (Ahmed Shorif)

লেখক আহমেদ শরীফের মূল আলোচনা ভূরাজনীতিকে ঘিরে। তিনি কৌশলগত বিষয়বস্তু নিয়ে গবেষণা করছেন দুই দশকের বেশি সময় ধরে। বঙ্গোপসাগর ও ভারত মহাসাগরের ভূরাজনীতি, আদর্শিক দ্বন্দ্ব, পুঁজিবাদী বিশ্বের পরিস্থিতি, যুদ্ধ-সংঘাতের ভবিষ্যৎ, আফ্রো-এশিয়ার ভূরাজনৈতিক সম্পর্ক, নৌ-শক্তির ভবিষ্যৎ, ইত্যাদি বিষয় তার চিন্তার মাঝে এসেছে বিভিন্ন সময়ে। একইসাথে তার লেখা বিভিন্ন পত্রিকায় শোভা পেয়েছে। প্রতিরক্ষা বিষয়ক জার্নালেও তিনি লেখেন। লেখক ভূরাজনীতি বিষয়ে ‘কৌশল’ নামে একটা ব্লগে নিয়মিত লেখেন। লেখকের প্রথম বই ‘মার্কিন দুনিয়ায় পরিবর্তনের হাওয়া’ প্রকাশিত হয় ২০১৯ সালের একুশে বই মেলায়। সেই বইখানা ছিল ২০১৭ ও ২০১৮ সালের মাঝে বিভিন্ন পত্রিকার আন্তর্জাতিক বিভাগের জন্যে লেখার সমন্বয়ে একটা প্রকাশনা। লেখকের দ্বিতীয় বই ‘বঙ্গোপসাগর আসলে কার?’ বাকি বইগুলি থেকে কিছুটা আলাদা, যেখানে বঙ্গোপসাগর এবং ভারত মহাসাগরের ভূরাজনীতিতে বাংলাদেশের অবস্থান নিয়ে লেখক আলোচনা করেছেন। তৃতীয় বই ‘যুক্তরাষ্ট্রের পর…’ মূলতঃ ২০১৯ সালের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ঘটনাগুলির বিশ্লেষণ। ‘ভূরাজনৈতিক ভূমিকম্প ২০২০’ লেখকের চতুর্থ বই। ২০২০ সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত বিভিন্ন আন্তর্জাতিক ইস্যুর বিশ্লেষণ হিসেবে বিভিন্ন পত্রিকার জন্যে লেখার সংকলন এই বই। বর্তমানে করোনাভাইরাসের মহামারির ভূরাজনৈতিক প্রভাবের উপর লেখক কাজ চালিয়ে যাচ্ছেন, যা নিয়ে সামনে আরও প্রকাশনার পরিকল্পনা রয়েছে। এছাড়াও আরও কয়েকটি প্রকাশনার পিছনে লেখক কাজ চালিয়ে যাচ্ছেন, যা কিনা সৃষ্টিকর্তার ইচ্ছা থাকলে ২০২১-২২ সালের মাঝে প্রকাশিত হবে।