সিরাজুল করিম এর জন্ম ১৯৫২ খ্রীষ্টাব্দের ৩১ অক্টোবর ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরে। আন্তর্জাতিক খ্যাতিমান খাদ্য নিরাপত্তা, উন্নয়ন নেতৃত্ব ও প্রশিক্ষণ, গবেষক ও নারী উন্নয়ন বিশেষজ্ঞ সত্তর দশকের কবি, কথাসাহিত্যিক, প্রযুক্তিবিদ ও অপ্রতিদ্বন্দ্বি কৃষিবিজ্ঞান লেখক সিরাজুল করিম এঁর লেখালেখির শুরু ১৯৬৪ সনে ‘মিনতী’ নামক ছড়া প্রকাশের মাধ্যমে। কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে পাঠ্য ও পাঠ্য সহায়ক ২২টি সহ আজঅব্দি কবিতা, ছড়া, প্রবন্ধ, কথাসাহিত্য, বিজ্ঞান ও প্রযুক্তি গবেষনা সবমিলে প্রকাশিত গ্রন্থ ৭৯টি। আমাদের চলমান সাহিত্যের সকল শাখাতেই তাঁর সার্থক বিচরণ ঘটেছে, সময় কিংবা সময়ের ঘটনাকে তিনি ধারণ করেছেন এবং তুলে ধরেছেন। কালােত্তীর্ণ ভাব ও ভাষায় তাঁর স্বকীয় নির্মাণ কৌশলে। সিরাজুল করিম এঁর সাহিত্য নির্মাণ দক্ষতা প্রশংসাযােগ্য এবং তাঁর কবিতা, প্রবন্ধ ও কথাসাহিত্যে গণমানুষের জীবন-সংস্কৃতির স্বনিষ্ঠ উপস্থাপনা যেমনি আত্মােপলব্ধি বাড়ায় তেমনি উন্নয়ন গবেষনা ও কৃষিসাহিত্যের প্রভাবে তরান্বিত হবে চলতি উৎপাদন-অর্থনৈতিক উন্নয়ন-সমৃদ্ধি গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থায়। সিরাজুল করিম জাতীয় সাহিত্য পরিষদ এর প্রতিষ্ঠাতা মহাসচিব এবং নারী উন্নয়ন ফোরাম বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা সভাপতিসহ বহু সাহিত্য-সাংস্কৃতিক সংগঠন সম্পৃক্ত থেকে উৎপাদন-অর্থনৈতিক সামাজিক-সাংস্কৃতিক উন্নয়নে ভূমিকা রাখছেন ।। আমাদের সার্বিক কৃষি উৎপাদন-অর্থনৈতিক সমৃদ্ধিতে তিনি কৃষি প্রযুক্তি উন্নয়নে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বর্ণপদক ২০০২, সাহিত্যে দি গােল্ডেন ডিয়ার অ্যাওয়ার্ড ২০০৩, ফকলাের চর্চা কেন্দ্র পুরস্কার ২০০৪, জাতীয় সাহিত্য পরিষদ পদক ২০০৬, লেখক কল্যাণ সংস্থা পদক ২০০৭, বাংলাদেশ লেখিকা সংঘ সাহিত্য পদক ২০১৩ সহ ২২টি জাতীয় ও আন্তর্জাতিক পদক/পুরস্কার সম্মাননা লাভ করেছেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার Prize of the President of the Republic for World Solidarity 2009 478 5th Okinawa Peace Prize' নাম আন্তর্জাতিক পুরস্কারের জন্যে তাঁর নাম বাংলাদেশ থেকে প্রস্তাব করা হয় যা আন্তর্জাতিক খ্যাতিরই স্বীকৃতি।