Loading...
আবু তাহের মজুমদার
লেখকের জীবনী
আবু তাহের মজুমদার (Abu Taher Mazumdar)

আবু তাহের মজুমদার (জন্ম : ফেনী, জানুয়ারি ২৯, ১৯৪০) একজন শিক্ষাবিদ, গবেষক, প্রাবন্ধিক, ছােটগল্প লেখক এবং সমালােচক ও অনুবাদক। তার কয়েকটি কবিতার বইও রয়েছে। বাংলাদেশ বেতার এবং বাংলাদেশ টেলিভিশনের জন্য গান লিখেছেন। বাংলাদেশ টেলিভিশন থেকে তাঁর ৩টি নাটক প্রচারিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে বি.এ (অনার্স) এবং এম.এ ডিগ্রি অর্জন করেন (১৯৬২)। যুক্তরাজ্যের ওয়েলস বিশ্ববিদ্যালয় থেকে গবেষণার মাধ্যমে এম.এ. ডিগ্রী অর্জন করেন । কমনওয়েলথ একাডেমিক স্টাফ ফেললা হিসেবে লন্ডন বিশ্ববিদ্যালয়ের কিংস কলেজে (১৯৭৮-৭৯) এবং সিনিয়র ফুল-ব্রাইট রিসার্চ ফেলাে হিসাবে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার অন্তর্গত জ্যাকসনভিলের ইউনিভার্সিটি অব নর্থ ফ্লোরিডায় (১৯৯০-৯১) গবেষণা করেন। বাংলাদেশ এশিয়াটিক সােসাইটি এবং বাংলা একাডেমির জীবনসদস্য। ১৯৬২ সাল থেকে ১৯৭৩ সাল পর্যন্ত কলেজে এবং ১৯৭৩ সাল থেকে ২০০৪ সাল পর্যন্ত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে শিক্ষকতা করেন। সেখান থেকে প্রফেসর হিসাবে অবসর গ্রহণ করে ২০০৪ সাল থেকে ঢাকার মিরপুর এ অবস্থিত বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনােলজি (বি ইউ বি টি)-তে প্রফেসর হিসাবে যােগদান করেন। বর্তমানে এখানে কলা ও মানবিক এবং সমাজবিজ্ঞান অনুষদের ডীন হিসাবে দায়িত্ব পালন করছেন। তিনি লেখালেখিতে আগের মতােই সক্রিয় ।