Loading...
আব্দুস সাত্তার সজীব
লেখকের জীবনী
আব্দুস সাত্তার সজীব (Abdus Sattar Sajib)

আব্দুস সাত্তার সজীব-এর জন্ম এবং বেড়ে ওঠা ঢাকা শহরেই। নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে এমবিএ শেষ করে বর্তমানে পেশায় একজন ব্যবসায়ী। তবে বই অনুরাগী হিসেবেই পাঠকমহলে তিনি বেশি পরিচিত। ছোটোবেলা থেকেই গল্প ও উপন্যাসের বই পড়ার অভ্যাস; ধীরে ধীরে বই পড়ার নেশায় পুরোপুরি পেয়ে বসে তাকে... যা এখনও চলমান অবস্থায় আছে। বই পড়ার এই নেশা থেকেই লেখালেখির প্রতি তার আগ্রহের সৃষ্টি। জাপানিজ ফিকশন বই অনুবাদের মাধ্যমে লেখালেখির জগতে তার পদার্পণ। ইতিমধ্যেই অনুবাদ করেছেন লেখক ‘ইয়োকো ওগাওয়া’ -এর লেখা ‘দ্য হাউজকিপার অ্যান্ড দ্য প্রফেসর’ এবং লেখক ‘বানানা ইয়াশিমোতো’-এর লেখা ‘কিচেন’। নয়া উদ্যোগ পাবলিকেশন্স থেকে তার এই দুইটি বই ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। চলমান রয়েছে মৌলিক উপন্যাস-সহ আরও কিছু অনুবাদের কাজ। নয়া উদ্যোগ থেকে তার প্রকাশিতব্য অনুবাদ বইয়ের মধ্যে রয়েছে লেখক ‘বানানা ইয়াশিমোতো’-এর লেখা ‘গুডবাই সুগুমি’।