আব্দুল কাদের কুড়িগ্রাম জেলাধীন নাগেশ্বরী থানার দুধকুমর নদী তীরের চরাঞ্চল কুটিরচর গ্রামে ১৯৪৭ সালের ১৫ই ডিসেম্বর এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম মরহুম শমশের আলী সরকার, মাতার নাম। মােমেনা বেগম। প্রথমে লুছনী এবং পরে মুড়িয়া প্রাথমিক বিদ্যালয়ে লেখাপড়া শেষে মাধ্যমিক স্তরে নাগেশ্বরী দয়াময়ী একাডেমী থেকে ১৯৬৪ সালে সর্বপ্রথম প্রথম বিভাগে এস,এসসি পাশ করেন। ১৯৬৮ সালে কারমাইকেল কলেজ, রংপুর থেকে কৃতীত্বের সাথে বি,এসসি পাশ করে শিক্ষকতা পেশায় আত্মনিয়ােগ করেন। পাশাপাশি তিনি বিভিন্ন পত্র পত্রিকায় কবিতা, ছােট গল্প, প্রবন্ধ লিখতে থাকেন। তিনি ‘তিথি’ সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক এবং সাপ্তাহিক ‘দুধকুমর’ পত্রিকার সাবেক সম্পাদক।