এ.কে.এম গিয়াস উদ্দিন মাহমুদ নােয়াখালীর মাইজদী শহরে জন্মগ্রহণ করেন। তার পিতা মরহুম আবু বকর ছিদ্দিক এবং মাতা সালেহা বেগম। তিনি রাষ্ট্রবিজ্ঞানে এম.এস.এস এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতিতে এম.এ ডিগ্রি অর্জন করেন। নােয়াখালী-বিষয়ক লেখালেখি এবং গবেষণা তার অন্যতম ব্রত। তিনি নােয়াখালীর অতীত ঐতিহ্যকে বিস্মৃতির অন্ধকার হতে আলাের জগতে আনার পাশাপাশি বর্তমানকেও দীর্ঘ অনুশীলন ও পরিশীলতার ভিত্তিতে ভবিষ্যতের জন্য লিপিবদ্ধ করতে চেষ্টা করছেন। তার উল্লেখযােগ্য গ্রন্থসমূহনােয়াখালীর শ্লোক (২০০৯), নােয়াখালীর বৌদ্ধ সম্প্রদায় (২০১০), নােয়াখালীর ওলি-দরবেশ। (২০১১), নােয়াখালীর ইতিহাস-ঐতিহ্য (২০১২), লক্ষ্মীপুরের জমিদারদের ইতিহাস (২০১২), নােয়াখালীর সংগীত সাধক সুভাষ সরকারের কীর্তি (২০১৩), নােয়াখালীর লােকজ জ্ঞানে প্রযুক্তি (২০১৩), নােয়াখালীর লােকসাহিত্য ও সংস্কৃতিতে ইতিহাসের উপাদান (২০১৪), মুক্তিযুদ্ধে নােয়াখালী (২০১৫), নােয়াখালীর অর্থনৈতিক ইতিহাস (২০১৫), নােয়াখালীর ইতিহাস চর্চার ক্রমবিকাশ (২০১৫), প্রাকৃতিক দুর্যোগ: প্রেক্ষাপট নােয়াখালী (২০১৭), নােয়াখালীর নারী মুক্তিযোেদ্ধা (২০১৮), নােয়াখালীর চারুশিল্পী মুক্তিযােদ্ধা মফিজুল হক (২০১৮)। স্ত্রী বিবি আমেনা এবং দু'কন্যা সালেহা সিদ্দিকী আরওয়া ও কামরুন সিদ্দিকী আরিবাহ-কে নিয়ে তার সংসার।