এ কে আজাদ উজ্জ্বল ১৯৭৮ সালের ১৫ জুলাই কুমিল্লার মুরাদনগর থানাধীন পিপড়িয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর শৈশব কাটে কুমিল্লা শহরের হাউজিং এস্টেটে । পিতা মােবারক হােসেন জুটমিলের একজন ক্রয় কর্মকর্তা ছিলেন, পাশাপাশি ছিলেন একজন দেশদরদি বীর মুক্তিযােদ্ধা এবং মাতা রাবেয়া খাতুন সমাজসেবা অধিদপ্তরের অধীনে কাজ করে পরে সংসারেই গৃহিণী হিসেবে মনােনিবেশ করেন। | কুমিল্লা জিলা স্কুল থেকে ১৯৯৪ সালে এসএসসি ও কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ থেকে এইচএসসি পাস করেন। কম্পিউটার বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিদ্যা বিভাগে স্নাতক ডিগ্রি লাভ করেন। এমবিএ (ফিন্যান্স) পড়াশােনা শেষে আইন বিষয়ে অধ্যয়ন করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে এলএলবি শেষ পর্বে সার বাংলাদেশে প্রথম স্থান অধিকারের গৌরব অর্জন করেন। | বিশ্ববিদ্যালয়ে পড়াশােনাকালীন ‘অধিকার সংগঠন প্রতিষ্ঠা করে সমাজসেবায় অবদান রাখেন। পরবর্তী সময়ে ‘রেইনবাে সফ্ট অ্যান্ড আইটি ডেভেলপমেন্ট সেন্টার প্রতিষ্ঠা করে তথ্যপ্রযুক্তিকে মানুষের কাছে পৌছে দেবার লক্ষ্যে কাজ করেন। একটি সমাজসেবা সংস্থায় শিশুশিক্ষা ও অধিকার নিয়ে কাজ করে বর্তমানে শিক্ষানবিশ হিসেবে আইন চর্চা করছেন। বহুমুখী শিক্ষায় শিক্ষিত হয়ে জ্ঞানকে মানুষের কল্যাণে প্রয়ােগের জন্য বৃহত্তর ক্ষেত্র তৈরি করে দেশকে সুখী-সমৃদ্ধ হিসেবে গড়ে তােলাই এই নবীন লেখকের লক্ষ্য। তার প্রকাশিত বার কাউন্সিল অ্যাডভােকেটশিপ তালিকাভুক্তি পরীক্ষা প্রস্তুতির MCQ ল’ স্ক্রিন সহায়িকা পরীক্ষার্থীকে সফলতায় যথেষ্ট সহায়তা করেছে।