অন্ধকার ঘনিয়ে এসেছে ভবে
দিনের আলোয় নেমেছে আঁধার ঘোর,
কে জানে কবে এ দুর্দিন দূর হবে
ধরায় নামবে আবার সোনালি ভোর।
বিপদের বিনিদ্র রাতের প্রতিটি ক্ষণ
মনে হয় যেন অনন্ত প্রহর,
সুখ সাফল্যহীন কেটেছে লক্ষ দিন
তবুও কি ভাঙবে না ঘুম তোর?
হেলাফেলা করে হারানোয় সুযোগ
বন্ধ আজ মুক্তির প্রায় প্রতিটি দোর
এখন নয়তো সময় করতে অনুযোগ
শেষ চেষ্টায় হতে পারে স্বপ্নের ভোর।
উষার দুয়ারে হানরে আঘাত ওরে
পূর্ব দিগন্তে আনতে রক্তিম রবি,
করিসনে রে হিসাব জয়-পরাজয়ের
বাধা-বিপত্তি রুখতে হবে সবি।
প্রতিবন্ধকতার হিমালয় মাড়িয়ে
চল মুক্তিকামীর দল সামনে এগিয়ে,
কষ্টের শত সহস্র রাত্র পেরিয়ে
স্বর্ণালি ভোর আনতে হবে ছিনিয়ে।
যায়েদ ইকবাল এর কান্তার এখন পাচ্ছেন বইফেরীতে মাত্র 150.00 টাকায়। এছাড়া বইটির ইবুক ভার্শন পড়তে পারবেন বইফেরীতে। kantar by Zaid Iqbalis now available in boiferry for only 150.00 TK. You can also read the e-book version of this book in boiferry.