Loading...
জাকির আবু জাফর
লেখকের জীবনী
জাকির আবু জাফর (Jakir Abu Jafor)

জাকির আবু জাফর কবি, কথাশিল্পী, প্রাবন্ধিক ও শিশুসাহিত্যিক। লেখালেখি কিশােরকাল। থেকে। জন্ম ১লা জুলাই ১৯৭১ ফেনী জেলার সােনাগাজীতে। লেখাপড়া করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে লােক প্রশাসনে। তিনি দল, গােষ্ঠী এবং সাম্প্রদায়িক প্রবণতার ঊর্ধ্বে। সদালাপি ও মিষ্টভাষী। স্বাপ্নিক ও রােমান্টিক। আত্মবিশ্বাসী একজন মানুষ। তার কাছে জীবন এক আনন্দময় প্রবাহ। কবিতা তার আত্মার আহার। তার অবয়বে জড়িয়ে আছে কাব্যিক সৌন্দর্য। লেখনে, কথনে ও চলনে তিনি সার্বক্ষণিক কবি। কবিতা, কিশাের কবিতা, উপন্যাস, গল্প, প্রবন্ধ মিলে তার প্রকাশিত বইয়ের সংখ্যা ৪০-এর অধিক। প্রকাশিত কবিতার বই খোপা খুললেই রাতের। নদী, চোখের মতাে আশ্চর্য আয়না, আরাে একটি উৎসবের গান, ব্যক্তিগত জোছনার বিজ্ঞাপন, মেঘের মানচিত্র অথবা বনান্তরের দিন, তােমার সমস্ত গােপন, অজস্র বর্ষণে চিরদিন, রােদেরও আছে অন্ধকার, তােমাকে ভিজিয়ে দেবাে চাঁদের বৃষ্টিতে, রাত ও রৌদ্র, বৃষ্টির বৃত্তান্ত শােনে রাতের আকাশ, মুখােমুখি আজীবন, নন্দিত বেদনা, কালের সমুদ্র ও বাছাই কবিতা।

জাকির আবু জাফর এর বইসমূহ