বই সম্পর্কে পথভোলা বান্দাদের রবের প্রতি ফিরিয়ে আনতে একঝাক স্বপ্নচারীর ব্যকুল হৃদয়ের হাহাকার ফুটে উঠেছে বইটির পাতায়-পাতায়।
উইমেন্স গাইড
আমাদের নারীসমাজ হলো পৃথিবীর অক্সিজেন। তাদের আত্মত্যাগ, ভালোবাসা ও মমতার ওপর ভর করে পৃথিবী আজও জীবন্ত। তাদের কল্যাণেই পৃথিবীতে আজও হাসি-কান্না খেলা করে। আল্লাহ সুবহানাহু তায়ালার এক অপূর্ব সৃষ্টি এই ‘নারী’। বরকত, রহমত ও শান্তির এক অপূর্ব আধার যেন! রাসূল সা. তাদের অত্যধিক ভালোবাসতেন। এবং উম্মাহকে নাসিহা করেছেন এ ব্যাপারে। জাহিলিয়াতের সময় যে নারী কেবল ভোগ্যপণ্য হিসেবে ব্যবহৃত হতো, তিনি সেই নারীকে মায়ের মর্যাদা এনে দিয়েছেন। স্ত্রীর অধিকার এনে দিয়েছেন। কন্যার হক এনে দিয়েছেন। বোনের মমতা ও মূল্য উম্মাহকে বুঝিয়ে দিয়েছেন। তিনি ব্যাতিত পৃথিবীর এমন কে আছে—যিনি নারীর জন্য এতখানি করেছেন? ইতিহাসের কোথাও এমন দৃষ্টান্ত মিলবে না। সম্ভবও না। কিন্তু দিনদিন যেন আমাদের নারীসমাজ পুনরায় সেই পূর্বের জাহালতে ডুবে যাচ্ছে। নিজের নারী সত্ত্বাকে হারিয়ে ক্রমেই মূল্যহীন হয়ে পড়ছে। নিছক ভোগ্যপণ্য ও কর্পোরেট মার্কেটিং-এর টোপ হিসেবে অ্যাবইউজ হচ্ছে। মুক্তির নামে নিজের অস্তিত্বকে বিলীন করে দিচ্ছে। এসবের ভিড়ে কতিপয় বোন এমন আছে, যারা নিজেকে অবমূল্যায়ন করেনি। হারিয়ে যায়নি কালের ফিতনার স্রোতে। শত বাধা-বিপত্তির মাঝেও আঁকড়ে ধরে আছে রব্বে কারীমের নির্দেশিত নিরাপদ জীবনব্যবস্থাকে। কিন্তু আমাদের বিপথগামী সমাজ, অবুঝ পরিবার ও উশৃংখল প্রতিবেশীর দুর্ভেদ্য জালে আটকা পড়ে না পারছে দ্বীনের পথে টিকে থাকতে, আর না পারছে নিজেকে ফিতনায় জড়িয়ে নিতে। দ্বীনমুখী এসকল বোনের এই সকরুণ আর্তনাদ কিছু দ্বীনি বোনের কর্ণকুহর এড়িয়ে যেতে পারেনি। যাদের প্রত্যেকেই আলেমা-হাফেজা ও প্র্যাক্টিসিং মুসলিমাহ। তারা পর্দার আড়াল থেকেই নিজেদের জ্ঞান ও অভিজ্ঞতার আলোকে কলম হাতে এমন কিছু রসদ তোহফা হিসেবে পাঠিয়েছেন—যা দ্বীন নিয়ে চলতে চাওয়া এসকল বোনদের জন্য মহা মূল্যবান পাথেয় হবে, ইনশাআল্লাহ। তাদের সেই অমূল্য তোহফার পরিমার্জিত রূপ এই ‘উইমেন্স গাইড’। বইটির আদ্যোপান্ত দেখে আমি আপ্লুত হয়েছি। এবং অত্যধিক আশাবাদী যে, দ্বীন পালনে উদ্যমী নারীদের জন্য দারুণ এক গাইডবুক হতে যাচ্ছে এই ‘উইমেন্স গাইড’। অর্থাৎ দ্বীনের পথে চলতে গিয়ে পরিবার, প্রতিবেশী ও সমাজের পক্ষ থেকে প্রাপ্ত শত বাধাবিপত্তি ওভারকাম করে প্রকৃত বিজয়ীনি হওয়ার দিকনির্দেশনা ও অনুপ্রেরণায় ভরপুর এই বইটি। আল্লাহ তায়ালা ‘মাস্তুরাত’ টিমের লেখিকাদের ইলম ও কলমে বরকত দান করুন। এবং ‘উইমেন্স গাইড’ বইটিকে পৃথিবীর আপামর নারীসমাজের জন্য কবুল করুন। আমীন।
রিমেডি
বইটিতে বিবাহিত দম্পতির এমনসব সূক্ষ্মাতিসূক্ষ্ম সমস্যা নিয়ে আলোকপাত করা হয়েছে, যা মুখে বলা যায় না, চোখে দেখা যায় না এবং সাধারণ দৃষ্টিতে বোঝাও যায় না। এসব সমস্যায় জর্জরিত অজস্র পরিবার আজ ভেঙে পড়ার দ্বারপ্রান্তে। প্রতিটি রূহ ওষ্ঠাগতপ্রায়! একটু স্বস্তির আশায় দেহ-মন তড়পাচ্ছে যেন! এর থেকে কেউ-ই বাদ যাচ্ছে না! বড় বড় আলিম থেকে নিয়ে সাধারণ দীনদার পরিবার, দীনহীন জেনারেল পরিবার কমবেশি সবাই আজ আক্রান্ত। কেন যেন এসব থেকে একদমই মুক্তি মিলছে না। কারণে-অকারণে নানান কলহ ও অন্তর্দন্দ যেন লেগেই আছে। মূলত এই সমস্যাগুলো কেন হয়? এর তাত্বিক ও মনস্তাত্ত্বিক ব্যাখ্যা কী? এবং এর সমাধান কীসে? আর কেনই-বা এত চেষ্টা-তদবিরের পরও সবাই ব্যর্থ? এসব নিয়েই ‘রিমেডি’ প্রস্তুত হয়েছে। যা বিবাহিত দম্পতির জন্য পারিবারিক মেডিসিন ও অবিবাহিত যুবক-যুবতীর জন্য অগ্রীম ভ্যাক্সিন স্বরূপ।
ইউটার্ন
নিদ্রা বিভাের শিশুতােষ হৃদয়ে জাগরণের। পরশ বুলিয়ে যে আহ্বান- সে তাে ‘ইউ টার্ন! নাস্তিকতা, সুশীল বিড়ম্বনা, নষ্ট চেতনা, গাফলতি, অনুভূতিহীনতা, কপটতা,। কাপুরুষতা, জীর্ণ ঈমান ও শীর্ণ আমলের বলয় থেকে ব্যক্তি ও সমাজকে টার্ন করিয়ে নতুন করে ঈমান ও মনুষ্যত্বের। চেতনায় উজ্জীবিত করার প্রত্যয় নিয়ে আবেগ, অনুভূতি, বাস্তবতা ও ইসলামি মূল্যবােধের আলােকে সাহিত্যের মােড়কে কিছু হৃদয়গ্রাহী বর্ণীল গল্পে সেজেছে বক্ষমান বইটি। প্রত্যাশা যেন নতুন কিছু ভাবনার উদয় হয়, নতুন কিছু করার দৃঢ় প্রত্যয় হয় এবং অন্যায়ের কালাে আঁধার ফুড়ে ন্যায়ের সূর্য। পবিত্রতার ঝিলিক ছড়ায়; যাতে বিধ্বস্ত মানবতা, বিপথগামী মানুষ ও দূষিত সমাজ আমূল পরিবর্তনের লক্ষ্যে একটা ‘ইউ টার্ন’ নেয়।
বিজয়িনী (মাস্তুরাত সিরিজ -১)
সাত দ্বীনি বোনের দীন মেনে জিতে যাওয়ার অনন্য কিছু মুহূর্ত ধারণ করে আছে বইটি। নারীবাদের স্লোগানে মুখরিত ও নারী স্বাধীনতার বুলি আওড়ানো বোনগুলো কতটা ধোকায় আছে তা পরখ করে নিতে এবং দীন-ইসলামই যে নারীর প্রকৃত মুক্তি ও সফলতার সোপান তা চেখে নিতে ‘সেভেন সিস্টার্স’ লিখিত এবং জাফর বিপি সম্পাদিত অনবদ্য এক গল্পগ্রন্থ ‘বিজয়িনী’-তে প্রিয় পাঠক, স্বাগতম আপনাকে..
লাভ ক্যান্ডি
একজন স্বামী কী কারণে বিপথে যায়? একজন স্ত্রী ঠিক কী কারণে ফেলনা হয়? বইটিতে তার স্বরূপ উন্মোচন হয়েছে। এবং এর যথাযথ প্রতিকারে ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক ও ক্লিনিক্যালি করণীয় বিষয়গুলো সাহিত্যের মোড়কে গল্পে গল্পে উঠে এসছে। “লাভ ক্যান্ডি”-তে বিবাহিত দম্পতির জন্য রয়েছে প্রেসক্রিপশন। আর অবিবাহিত যুবক-যুবতীর জন্য রয়েছে অমূল্য সাজেশন। একজন স্বামী কী কারণে বিপথে যায়? একজন স্ত্রী ঠিক কী কারণে ফেলনা হয়? বইটিতে তার স্বরূপ উন্মোচন হয়েছে। এবং এর যথাযথ প্রতিকারে ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক ও ক্লিনিক্যালি করণীয় বিষয়গুলো সাহিত্যের মোড়কে গল্পে গল্পে উঠে এসছে। “লাভ ক্যান্ডি”-তে বিবাহিত দম্পতির জন্য রয়েছে প্রেসক্রিপশন। আর অবিবাহিত যুবক-যুবতীর জন্য রয়েছে অমূল্য সাজেশন।
জাফর বিপি এর জাফর বিপি-এর বহুল পঠিত ৬টি বই এখন পাচ্ছেন বইফেরীতে মাত্র 1275 টাকায়। এছাড়া বইটির ইবুক ভার্শন পড়তে পারবেন বইফেরীতে। Jafor Bp ar Bohul pothito 6ti Boi by Jafor BPis now available in boiferry for only 1275 TK. You can also read the e-book version of this book in boiferry.