Loading...
মায়িশা ফারজানা
লেখকের জীবনী
মায়িশা ফারজানা (Mayeesha Farjana)

মায়িশা ফারজানা। আপনজনদের কাছে তিনি 'পুষ্প' নামে পরিচিত। জন্ম ও বেড়ে ওঠা - আমের শহর, চাঁপাইনবাবগঞ্জে। নবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে হাই স্কুলের পাট চুকিয়ে ভর্তি হন খ্যাতনামা রাজশাহী কলেজে। বর্তমানে তিনি রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিষয়ে অধ্যায়নরত। ছোটবেলা থেকেই বিভিন্ন সহশিক্ষামূলক কার্যক্রমে সামনে থেকে অংশগ্রহণ এবং নেতৃত্ব দেয়ার সুযোগ ঘটেছিল তাঁর - দিয়েছেনও। বিতর্ক,আবৃত্তি,পাবলিক স্পিকিং, কুইজিং - সবকিছুতেই অংশ নিয়েছেন। অর্জন করেছেন বিভিন্ন সম্মানজনক পুরষ্কার। ২০১৮ সালে জাতীয় পাট দিবস উপলক্ষে আয়োজিত রচনা প্রতিযোগিতায় প্রথম হয়ে তিনি সুযোগ পেয়েছিলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে পুরষ্কার গ্রহণের। এছাড়াও ২০১৯ সালে ইন্টারন্যাশনাল এস্ট্রোনমি এন্ড এস্ট্রোফিজিক্স কম্পিটিশনে সাউথ এশিয়ান রিজিয়নে চ্যাম্পিয়ন হয়েছিলেন তিনি। বহুমুখী প্রতিভার অধিকারী এই মেধাবী রুয়েটিয়ানের জীবনের লক্ষ্য "সুখী মানুষ হওয়া"।"