Loading...
মুহাম্মাদ ইব্রাহীম
লেখকের জীবনী
মুহাম্মাদ ইব্রাহীম (Muhammad Ibrahim)

বইয়ের মলাটে মুহাম্মাদ ইব্রাহীম নাম ব্যবহার করলেও পাঠকরা তাকে চিনে "কবি সাহেব" নামে। তিনি বাংলাদেশের প্রেক্ষাপটে একটি মৌলিক গোয়েন্দা সিরিজ রচনা করে চেলেছেন, যা পাঠক মহলে তাকে "কবি সাহেব" ছদ্মনামে ব্যাপক পরিচিতি এনে দিয়েছে। কারণ তার গোয়েন্দা চরিত্রটির নামও যে "কবি সাহেব"। "দিঘির জলে চাঁদের ছায়া" তার প্রথম প্রকাশিত বই। প্রকাশিত হয় ২০১৬ সালের একুশে বইমেলায়। এখন পর্যন্ত তার প্রকাশিত গ্রন্থের সংখ্যা আট। মুহাম্মাদ ইব্রাহীমের জন্ম শরীয়তপুর জেলায় হলেও শৈশব, কৈশোর এবং বর্তমান সবই নারায়ণগঞ্জ। মাত্র এগারো বছর বয়সে পবিত্র কুরআন মুখস্ত করার গৌরব অর্জন করেন। এরপর নারায়ণগঞ্জ ইসলামিয়া ডিগ্রী মাদ্রাসা থেকে দাখিল এবং নারায়ণগঞ্জ সরকারি তোলারাম কলেজ থেকে উচ্চমাধ্যমিক পাশ করেন।

মুহাম্মাদ ইব্রাহীম এর বইসমূহ