সাইম শাহারিয়ার লেখক সাইম শাহারিয়ার (অনার্স ও মাস্টার্স রসায়ন) মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। চতুর্থ শ্রেণিতে পড়া অবস্থায় সৃষ্টিকর্তার প্রতি সন্দেহ ও সংশয় শুরু হয়। এরপর বিজ্ঞান ও দর্শনের প্রতি আকৃষ্ট হয়ে নাস্তিক হয়ে যান। স্বপ্ন ছিল ঘঅঝঅ-তে জ্যোতিষ বিজ্ঞানী হিসেবে কাজ করা। কালো যাদু শিখতে যেয়ে কঠিন পরীক্ষার সম্মুখীন হন। জীবন সমস্যার সমাধানের জন্য ধর্মগ্রন্থ পড়া শুরু করে, হিন্দু, খ্রিস্টান, কুরআন ও ৬টি পরিচিত হাদিস গ্রন্থ পড়ে ফেলেন। কোন ধর্ম অনুসরণ করবেন নাকি করবেন না এর জন্য খ্রিস্টান মিশনারী ও নাস্তিকদের সাথে আলোচনা করেন। কুরআন পড়ার সময় ভুল বের করতে শুরু করেন। ২০০৮ সাল থেকে ২০১০ সালের জুন মাস পর্যন্ত ধর্মগ্রন্থ গবেষণা করে ইসলাম ধর্ম মেনে চলার সিদ্ধান্ত নেন। তখন থেকে ইসলামের সত্য সবার কাছে তুলে ধরার জন্য কাজ করেন। আলহামদুলিল্লাহ! নাস্তিক, খ্রিস্টান, মিশনারী ও বিতর্কে আগ্রহী অমুসলিম-মুসলিমদের সাথে অনলাইন ও অফলাইনে বিতর্ক এবং আলোচনা করেন। ইসলাম প্রচারে নিজের জীবনকে উৎসর্গ করেছেন আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে। অনলাইনে তার অনেক ছাত্র আছে। FB Page, Youtube- এ দাওয়ার কাজ করে যাচ্ছেন।