"তালপাতার পুথি" বইয়ের ফ্ল্যাপ থেকে নেওয়া
জেলেই কেটেছে দুই দশকেরও বেশি সময় । স্বৈরশাসকের রক্তচক্ষু কখনাে তাঁর মনে ভয় ধরাতে পারেনি! মাটি ও মানুষের প্রতি দুর্নিবার ভালােবাসা ও অঙ্গীকার তাঁকে করে তুলেছে স্বাধীনচেতা ও বজ্রকণ্ঠ। সংশপ্তক চেতনায় লড়াইয়ের মন্ত্রে দীক্ষিত এই মানুষটি মহাকালের পথ বেয়ে হয়ে উঠেছেন একটি জাতিরাষ্ট্রের স্বপ্নদ্রষ্টা । শুধু কি তাই? সবুজের বুকে লাল সূর্যখচিত স্বপ্নময় একটি পতাকা আর ছাপ্পান্ন হাজার বর্গমাইলের স্বাধীন সার্বভৌম ভূখণ্ড, ঠিকই একদিন বাস্তব করে তুলেছেন! বাংলার মানুষের প্রতি তাঁর এই সহজ-সত্য ভালােবাসা বিশ্ব যেন আজও অবাক চোখে দেখে । এমন একজন মহৎপ্রাণ মানুষকেও কতিপয় বিপথগামী দুবৃত্ত তাঁর স্বপ্নের বাস্তবের স্বদেশ থেকে নির্মম ও নৃশংসভাবে দূরে সরিয়ে দিয়েছে। এ যেন এক ট্র্যাজিক মহাকাব্য । কথাশিল্পী মহিবুল আলম গভীর মমত্ব দিয়ে এই ট্র্যাজিক হিরাের জীবন-আখ্যান রচনা করেছেন। যা পড়তে পড়তে একদিকে পাঠকের চোখ যেমন ঝাপসা হয়ে আসে, অন্যদিকে হৃদয়ে জ্বলে ওঠে প্রতিশােধের অগ্নিস্ফুলিঙ্গ। ‘তালপাতার পুথি’ যেন বঙ্গবন্ধুর মর্মন্তুদ হত্যাযজ্ঞের রক্তাক্ত দলিল। বঙ্গবন্ধু ও বেগম ফজিলাতুন নেছা মুজিব এই উপন্যাসের মুখ্য চরিত্র । তাঁদের সমান্তরালে উঠে এসেছে আরও কিছু চরিত্র। এসব চরিত্রের সবই ঐতিহাসিক । তবে লেখকের নিজের সৃষ্ট চরিত্রও কম নয়। নূরজাহান, নাজিম, জুবায়ের চৌধুরী, লােকমান আহমেদ ও জাহিদ। এসব চরিত্র লেখকের কল্পনাপ্রসূত হলেও উপন্যাসে অভিনতুন ব্যঞ্জনার সৃষ্টি করেছে। প্রকৃত অর্থে ১৯৭৫ সালের ১৫ই আগস্টের মর্মন্তুদ হত্যাকাণ্ডকে কেন্দ্র করেই উপন্যাসের কাহিনি-বিস্তার । অভিনিবেশী পর্যবেক্ষণ ও কাহিনির অনুপুঙ্খ বিবরণে ‘তালপাতার পুথি’ হয়ে উঠেছে দেশ ও দেশের মানুষের প্রতি লেখকের গভীরতর দায়বদ্ধতার দলিল। 'তালপাতার পুথি’র পরিমার্জিত অখণ্ড সংস্করণ পাঠককেও উপন্যাসের সঙ্গে একাত্ম করে তুলবে ।
মহিবুল আলম এর তালপাতার পুথি এখন পাচ্ছেন বইফেরীতে মাত্র 704.00 টাকায়। এছাড়া বইটির ইবুক ভার্শন পড়তে পারবেন বইফেরীতে। Talpatar Puthi by Mohibul Alomis now available in boiferry for only 704.00 TK. You can also read the e-book version of this book in boiferry.