ভাল কাজের আদেশ দেওয়া এবং মন্দ কাজ হতে নিষেধ করার বিষয়টি আল্লাহ তার কিতাবে নাযেল করেছেন, এবং তা শেখানোর জন্য রাসুলদের পাঠিয়েছেন। আল্লাহ ইরশাদ করেনঃ
﴿یَاْمُرُهُمْ بِالْمَعْرُوْفِ وَیَنْھٰهُمْ عَنِ الْمُنْکَرِ وَیُحِلُّ لَهُمُ الطَّیِّبٰتِ وَیُحَرِّمُ عَلَیْهِمُ الْخَبٰٓئِثَ﴾ۚ
সে তাদের ভাল কাজের নির্দেশ দেয়, মন্দ কাজ হতে নিষেধ করে, তোমাদের জন্য পবিত্র বস্তুসমূহ হালাল করে এবং অপবিত্র মন্দ বস্তুসমূহ তোমাদের ওপর হারাম করে। [সূরা আ’রাফ : আয়াত ১৫৭]
এই আয়াতে রাসুল ﷺ-এর রিসালতের গুণ ও পূর্ণতার বিষয়টি স্পষ্ট করা হয়েছে।
পবিত্র কুরআনে ইরশাদ হয়েছেঃ
﴿كُنْتُمْ خَیْرَ اُمَّۃٍاُخْرِجَتْ لِلنَّاسِ تَاْمُرُوْنَ بِالْمَعْرُوْفِ وَتَنْهَوْنَ عَنِ الْمُنْکَرِ وَتُؤْمِنُوْنَ بِاللهِ﴾ ؕ
তোমরা হলে শ্রেষ্ঠ উম্মত, মানুষের উপকারের জন্য যাদের সৃষ্টি করা হয়েছে। তোমরা ভাল কাজের নির্দেশ দাও; মন্দ কাজ হতে বাধা দাও এবং আল্লাহর ওপর বিশ্বাস রাখো। [সূরা আলে ইমরান : আয়াত ১১০]
অপর এক জায়গায় ইরশাদ হয়েছেঃ
﴿وَالْمُؤْمِنُوْنَ وَالْمُؤْمِنٰتُ بَعْضُهُمْ اَوْلِیَآءُ بَعْضٍ ۘ یَاْمُرُوْنَ بِالْمَعْرُوْفِ وَیَنْهَوْنَ عَنِ الْمُنْکَرِ﴾
আর মুমিন পুরুষ ও মুমিন নারী একে অপরের বন্ধু, যারা ভাল কাজের আদেশ দেয় এবং মন্দ কাজ হতে নিষেধ করে। [সূরায়ে তাওবা : আয়াত ৭১]
মাওলানা মাকসুদ আহমদ এর সৎ কাজের আদেশ করুন অসৎ কাজের নিষেধ করুন এখন পাচ্ছেন বইফেরীতে মাত্র 151.00 টাকায়। এছাড়া বইটির ইবুক ভার্শন পড়তে পারবেন বইফেরীতে। shot kajer adesh korun oshot kajer nisedh korun by Mawlana Maksud Ahmadis now available in boiferry for only 151.00 TK. You can also read the e-book version of this book in boiferry.