Loading...

অষ্টগ্রামের ইতিহাস ঐতিহ্য (হার্ডকভার)

স্টক:

১০০.০০ ৮৩.০০

একসাথে কেনেন

অষ্টগাম একটি ঐতিহ্যবাহী জনপদ। এর ভৌগােলিক অবস্থান এবং জীবনযাত্রার বিচিত্র দিক সহজেই মানুষের দৃষ্টি আকর্ষণ করে। এছাড়া এর আছে একটি সুন্দর অতীত ইতিহাস। মেঘনা, ধলেশ্বরী, গোড়াউত্রা, ধনু- এই চারটি নদী এবং অসংখ্য খাল বিল অগ্রভাগে এই ভূভাগকে বিভাজিত করেছে। বর্ষাকালে পুরাে এলাকা পানির নিচে তলিয়ে যায়। ভেসে থাকে শুধু গ্রামগুলো। দেখতে অনেকটা ভাসমান দ্বীপের মতাে মনে হয়। হাওরে থাকে তখন প্রচণ্ড ঢেউ। এই ঢেউ উপেক্ষা করে ছােট ছােট ডিঙ্গি নৌকায় চড়ে দুলতে দুলতে জেলেরা মাছ ধরে। ইঞ্জিন বােটে চড়ে মাইক বাজিয়ে বর শ্বশুর বাড়ি মায় বিয়ে করতে এসব দৃশ্য মনােযােগ আকর্ষণ না করে পারে না। বর্ষার পানি নেমে গেলে কৃষকরা চাষাবাদে তৎপর হয়ে ওঠে। বর্ষায় টুকিটাকি মাছ ধরা ছাড়া বাকি সময় বেকার কাটে। তাই কর্মিয় বছরের শুরু হয়। বর্ষা শেষে কার্তিক মাসে। পুরাে শীতের সময় মানুষ থাকে কর্মব্যস্ত। বৈশাখে ফসল কাটার ধুম। এই ফসল ঘরে তুলতে না তুলতেই পানি এসে যায়। মানুষ হাত পা গুটিয়ে ঘরে বসে রিমঝিম বৃষ্টি পতনের শব্দ অতীতে এটা হয়তো এত নিচু ভূমি ছিল না। বর্ষায় পানিতে ভেসে যেত না বিরাণ এলাকা। হয়তো পাহাড় ছিল, সবুজ বৃক্ষের বন ছিল, পাহাড় বন-জঙ্গলে বসবাসকারী আদিবাসী মানুষ ছিল। এখনাে হাওরে মাটি খুঁড়লে অতীতে মানুষের ব্যবহৃত হাঁড়ি পাতিলের ভগ্নাবশেষ পাওয়া যায় আর পাওয়া যায় বিস্ময়কর এক ধরনের কালাে মাটি-- নাতে আগুন দিলে জ্বলে জ্বালানী হিসাবে ব্যবহৃত হয়। ভূ-প্রকৃতির পরিবর্তনেই হয়তো বন-জঙ্গল মাটি চাপা পড়ে এই দাহ্য মাটির সৃষ্টি হয়েছে। জন্ম হয়েছে নদী। কুষ্টির। মাছ শিকার, পাখি শিকার, ঝিনুক থেকে মুক্তো আহরণ, শাপলা, ড্যাপ, শালুক, সিংড়া, লুই প্রভূতি জলজ ফল ও ফসল কুড়ােনাের প্রকৃতি নির্ভর জীবনযাত্রায় মানুষ অভ্যস্ত হয়ে উঠেছে।
Ostogramer Etyhash Ottejo,Ostogramer Etyhash Ottejo in boiferry,Ostogramer Etyhash Ottejo buy online,Ostogramer Etyhash Ottejo by Abul Kasem,অষ্টগ্রামের ইতিহাস ঐতিহ্য,অষ্টগ্রামের ইতিহাস ঐতিহ্য বইফেরীতে,অষ্টগ্রামের ইতিহাস ঐতিহ্য অনলাইনে কিনুন,আবুল কাসেম এর অষ্টগ্রামের ইতিহাস ঐতিহ্য,984461271X,Ostogramer Etyhash Ottejo Ebook,Ostogramer Etyhash Ottejo Ebook in BD,Ostogramer Etyhash Ottejo Ebook in Dhaka,Ostogramer Etyhash Ottejo Ebook in Bangladesh,Ostogramer Etyhash Ottejo Ebook in boiferry,অষ্টগ্রামের ইতিহাস ঐতিহ্য ইবুক,অষ্টগ্রামের ইতিহাস ঐতিহ্য ইবুক বিডি,অষ্টগ্রামের ইতিহাস ঐতিহ্য ইবুক ঢাকায়,অষ্টগ্রামের ইতিহাস ঐতিহ্য ইবুক বাংলাদেশে
আবুল কাসেম এর অষ্টগ্রামের ইতিহাস ঐতিহ্য এখন পাচ্ছেন বইফেরীতে মাত্র 83.00 টাকায়। এছাড়া বইটির ইবুক ভার্শন পড়তে পারবেন বইফেরীতে। Ostogramer Etyhash Ottejo by Abul Kasemis now available in boiferry for only 83.00 TK. You can also read the e-book version of this book in boiferry.
ধরন হার্ডকভার | ১০৬ পাতা
প্রথম প্রকাশ 2007-02-01
প্রকাশনী গতিধারা
ISBN: 984461271X
ভাষা বাংলা

ক্রেতার পর্যালোচনা

আবুল কাসেম
লেখকের জীবনী
আবুল কাসেম (Abul Kasem)

Abul Kasem- ১ জুলাই ১৯৫৫ কুমিল্লা জেলার সদর উপজেলার ঝাঁকুনি-পাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে কৃতিত্বের সঙ্গে তিনি বাংলা ভাষা ও সাহিত্যে অনার্স এবং মাস্টার্স ডিগ্রি অর্জন শেষে সরকারি কলেজে অধ্যাপনা দিয়ে কর্মজীবন শুরু করলেও পরবর্তীতে বিসিএস প্রশাসন ক্যাডারে প্রবেশ করেন। বর্তমানে তিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব। ছাত্র অবস্থা থেকেই তিনি লেখালেখির সঙ্গে জড়িত। তখন থেকে দেশ-বিদেশের পত্র-পত্রিকায় তাঁর প্রবন্ধ, গবেষণাপ্রবন্ধ, ছোটগল্প, সমালোচনামূলক প্রবন্ধ প্রভৃতি প্রকাশিত হয়ে আসছে। কথাসাহিত্যে তার বিচরণ বেশি। সেখানে তিনি অতীত ইতিহাসের অমীয় উপাদানের সন্ধান করেছেন, সমৃদ্ধ করেছেন ইতিহাস আশ্রয়ী বাংলা সাহিত্যকে। ক্যাপ্টেন কক্স, অজেয় এবং সরহপা সে ধরনের উপন্যাস। মুক্তিযুদ্ধবিষয়ক কিছু বই রয়েছে তাঁর। মুক্তিযুদ্ধে কুমিল্লা, মুক্তিযুদ্ধে জয়পুরহাটে ছাড়াও রয়েছে মুক্তির মন্দির সোপানতলের মতো হৃদয়স্পর্শীর মুক্তিযুদ্ধের গল্পের বই। ইতিহাস বইগুলো আঞ্চলিক ও জাতীয় ইতিহাসের গুরুত্বপূর্ণ দলিল হয়ে আছে। তাঁর গবেষণাপ্রবন্ধে সমকালীন বিশ্বসাহিত্যের একটি বিশেষ ধারার গভীরতর চিন্তাধর্মী বিষয়গুলো যেমনÑ অস্তিত্ববাদ, পরাবাস্তববাদ, চেতনাপ্রবাহরীতি, অ্যাবসার্ডিটি প্রাধান্য পেয়েছে। চা শিল্পের ইতিহাস, বিজ্ঞান, অর্থনীতি ও সাহিত্য নিয়ে কাজ করেছেন তিনি। বাংলা ভাষায় তা শুধু ব্যতিক্রমই নয়, অনন্য সাধারণও। তাঁর চা শিল্পের ইতিহাস কয়েকটি বিশ্ববিদ্যালয়ে পাঠ্যসূচির অন্তর্ভুক্ত। তাঁর প্রকাশিত গ্রন্থের সংখ্যা ২০। কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি বিশ্ববিদ্যালয় স্বর্ণপদকসহ নানা পুরস্কার ও সম্মাননা লাভ করেন।

সংশ্লিষ্ট বই