প্রথম পর্যায়ে লিখিত (১৯৭৯-১৯৮১) তিনটি কবিতায় শোনা যাবে সত্তরের দশকের দুঃখ-দারিদ্র, অস্থিরতা, হতাশা ও বেকারত্বের করাল চিৎকার এবং দ্বিতীয় পর্যায়ে লিখিত (১৯৮৯-১৯৯০) একটি কবিতায় আছে আশির দশকের মুক্তিচেতনার আর্তি। প্রত্যেকটি কবিতা নয়টি খন্ডে বিভক্ত। সবগুলো কবিতা একই সময়বলয়ের অন্তর্ভুক্ত-যাকে বলা যায় দ্বিমেরুকেন্দ্রিক রাজনীতির শক্তিক্ষয়ের যুগ। তাদের পরিচিতি:
দুঃখ কবিতাগুচ্ছ: প্রতিভাস কবিতাপত্রে প্রথম সংখ্যায় প্রকাশিত হয় পাঁচটি কবিতা (১৯৭৯), দ্বিতীয় সংখ্যায় প্রকাশিত হয় চারটি কবিতা (১৯৮০)। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন হলে রচিত। হৃদয়ে পাখি একাকী বলয় বকিতাগুচ্ছ: ওয়ার্ডসওয়ার্থের কুকু, শেলীর স্কাইলার্ক, কীটসের নাইটেঙ্গেল, কোলরিজের আলবাট্রস, বায়রন-টেনিসনের ঈগল, ইয়েটসের বুনোহাঁস, রবীন্দ্রনাথের বলাকার সঙ্গে আমরা পরিচিত। বর্তমান গ্রন্থে নদীমাতৃক দেশের উপর পাখি উড়ে আসে অগ্রসর সময়ের দ্যোতক হয়ে। প্রতিভাস কবিতাপত্রের তৃতীয় সংখ্যার জন্য লিখিত (এপ্রিল-মে, ১৯৮১)। সতীর্থ সুনীল সাইফুল্লাহর মৃত্যুর পর (২২ মে ১৯৮১) প্রতিভাসের কাব্য আন্দোলন বন্ধুর হয়ে উঠে। জাবি বার্ষিকীতে এর একটি অংশ প্রকাশিত হয়। মীর মশাররফ হোসেন হলের ৩৫০/এ কক্ষে রচিত।
ডাহুক কবিতাগুচ্ছ: ১৯৮১ সালের, শেষের দিকে লিখিত হয় এই কবিতা, মীর মশাররফ হোসেন হলের ৩০৯/বি কক্ষে। টাঙ্গাইল যাওয়ার পথে শালবনে ডাহুকের ডাক শুনে যে চেতনা জাগে-তাকে কেন্দ্র করে এ কবিতাগুচ্ছ রচিত। চেতনার নাম দেয়া যায় চক্রচেতনা-জগতের মূলীভূত সত্য, দর্শন, বিজ্ঞান এবং সমাজসভ্যতার অগ্রগতি যে চক্রের মধ্যে আবর্তিত।
তুরাগ কবিতাগুচ্ছ: ১৯৮৯-১৯৯০ পর্যায়ে লিখিত কবিতায় শোনা যাবে দুই যুগের স্বর। দ্বিমেরুকেন্দ্রিক রাজনীতির শক্তিক্ষয়ের যুগের শেষ প্রান্তে এসে রচিত হয় এ কবিতা। সামনে নতুন যুগ আভাসিত-যাকে বলা যায় একমেরুকেন্দ্রিক রাজনীতির যুগ। তুরাগ নদী তীরে এ কবিতাগুচ্ছ রচিত। তুরাগ শব্দ ব্যবহৃত হয়েছে দ্রুতগামী অর্থে।
মাহমুদ নাসির জাহাঙ্গীরি এর নদী মাতা যার এখন পাচ্ছেন বইফেরীতে মাত্র 56.00 টাকায়। এছাড়া বইটির ইবুক ভার্শন পড়তে পারবেন বইফেরীতে। nodi mata jar by Mahmud Nasir Jahangiriis now available in boiferry for only 56.00 TK. You can also read the e-book version of this book in boiferry.