Loading...

মন-মননের পত্রালি (হার্ডকভার)

সম্পাদক: ডক্টর আবুল আহসান চৌধুরী

স্টক:

২০০.০০ ১৬০.০০

একসাথে কেনেন

অন্নদাশঙ্কর রায় (১৯০৪-২০০২) বাংলার শেষ রেনেসাঁ-পুরুষ। ঐতিহ্য-চেতনায় তিনি একদিকে যেমন বিশুদ্ধ বাঙালি, অপরদিকে সংস্কৃতির অন্বেষণে বিশ্বপথিক। অহিংস-পন্থায় তার অটল বিশ্বাস, মানবতার তিনি একান্ত পূজারি, সৌন্দর্য-প্রেমের নিত্য-অন্বেষক, মৃৎ-সংস্কৃতির মমতায় সিক্ত, সম্প্রদায়-সম্প্রীতি রচনায় নিষ্ঠ সাধক। তাঁর জীবনচেতনা ও সাহিত্যসাধনায় তলস্তয়রবীন্দ্রনাথ যেমন, তেমনই গান্ধি-লালনও প্রেরণা হয়েছেন।

সব্যসাচী বাঙালি লেখক তিনি। সৃষ্টিধর্মী ও সিদ্ধি। অন্নদাশঙ্করের লেখালেখির সূত্রে তার চিঠিপত্রের কথাও এসে যায়। তার চিঠিপত্রও মননশীলতার সাক্ষ্য বহন করে। তার অনেক বিশ্বাস ও বক্তব্যই এই পত্রাবলির ভেতরে প্রতিফলিত- কোনো কোনো ক্ষেত্রে তা পত্র-প্রবন্ধ হিসেবেও গণ্য হতে পারে। এখানে সংকলিত পত্রগুচ্ছে ভিন্ন এক বহুমুখী ভাবুক এবং সেইসঙ্গে অন্তরঙ্গ অন্নদাশঙ্করকে সহজেই আবিষ্কার করা সম্ভব।

Mon Monner Potrali,Mon Monner Potrali in boiferry,Mon Monner Potrali buy online,Mon Monner Potrali by Onnodashankor Roy,মন-মননের পত্রালি,মন-মননের পত্রালি বইফেরীতে,মন-মননের পত্রালি অনলাইনে কিনুন,অন্নদাশঙ্কর রায় এর মন-মননের পত্রালি,Mon Monner Potrali Ebook,Mon Monner Potrali Ebook in BD,Mon Monner Potrali Ebook in Dhaka,Mon Monner Potrali Ebook in Bangladesh,Mon Monner Potrali Ebook in boiferry,মন-মননের পত্রালি ইবুক,মন-মননের পত্রালি ইবুক বিডি,মন-মননের পত্রালি ইবুক ঢাকায়,মন-মননের পত্রালি ইবুক বাংলাদেশে
অন্নদাশঙ্কর রায় এর মন-মননের পত্রালি এখন পাচ্ছেন বইফেরীতে মাত্র 160.00 টাকায়। এছাড়া বইটির ইবুক ভার্শন পড়তে পারবেন বইফেরীতে। Mon Monner Potrali by Onnodashankor Royis now available in boiferry for only 160.00 TK. You can also read the e-book version of this book in boiferry.
ধরন হার্ডকভার | ১২৮ পাতা
প্রথম প্রকাশ 2016-02-01
প্রকাশনী পলল প্রকাশনী
ISBN: 9879846032918
ভাষা বাংলা

ক্রেতার পর্যালোচনা

অন্নদাশঙ্কর রায়
লেখকের জীবনী
অন্নদাশঙ্কর রায় (Onnodashankor Roy)

(মার্চ ১৫, ১৯০৪ - অক্টোবর ২৮, ২০০২), একজন স্বনামধন্য বাঙালি কবি ও লেখক। ভারতের উড়িষ্যা জেলার তার জন্ম। তিনি একজন বিখ্যাত ছড়াকারও। অন্নদাশঙ্করের জন্ম হয় ব্রিটিশ ভারতে বর্তমান উড়িষ্যার ঢেঙ্কানলে । তাঁর পিতা ছিলেন ঢেঙ্কানল রাজস্টেটের কর্মী নিমাইচরণ রায় এবং তাঁর মাতা ছিলেন কটকের প্রসিদ্ধ পালিত বংশের কন্যা হেমনলিনী । ছোটবেলায় ঢেঙ্কানলে তাঁর শিক্ষাজীবন শুরু হয় । ১৯২১ খ্রিস্টাব্দে পাটনা বিশ্ববিদ্যালয় থেকে তিনি ম্যাট্রিক পাশ করেন । এরপর সংবাদপত্রের সম্পাদনা শিখতে কলকাতা বসুমতী পত্রিকার সম্পাদক হেমেন্দ্রপ্রসাদ ঘোষের কাছে যান । তিনি শর্টহ্যান্ড, টাইপরাইটিং এবং প্রুফরিডিং-ও শেখেন । কিন্তু এই কাজ তাঁর ভালো লাগেনি । এরপর তিনি কটকের র‌্যাভেনশ কলেজ থেকে আই.এ পরীক্ষা দেন এবং তাতে পাটনা বিশ্ববিদ্যালয়ে প্রথম স্থান অধিকার করেন । ১৯২৫ খ্রিস্টাব্দে বি.এ পরীক্ষাতেও তিনি পাটনা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে প্রথম স্থানাধিকারী হন । ১৯২৭ খ্রিস্টাব্দে এম.এ পড়তে পড়তে আই.সি.এস পরীক্ষায় তিনি দ্বিতীয়বারে পূর্ববর্তী রেকর্ড ভেঙে প্রথম স্থান অধিকার করেন । তিনিই প্রথম ভারতীয় হিসেবে এ গৌরব লাভ করেন। সেই বছরেই তিনি সরকারি খরচে আই.সি.এস হতে ইংল্যান্ড যান । সেখানে তিনি দুই বছর ছিলেন । এই সময়ে তাঁর ধারাবাহিক ভ্রমণ কাহিনী পথে প্রবাসে বিচিত্রায় প্রকাশিত হয় । ১৯৩০ খ্রিস্টাব্দে মার্কিন কন্যা অ্যালিস ভার্জিনিয়া অনফোর্ডকে বিবাহ করে তিনি তাঁর নাম দেন লীলা রায় । লীলা রায় বহু বই বাংলা থেকে ইংরেজিতে অনুবাদ করেছেন । অন্নদাশঙ্করের অনেক লেখা লীলাময় ছদ্মনামে প্রকাশিত হয়েছিল । ১৯৩৬ খ্রিস্টাব্দে তিনি প্রথম নদীয়া জেলার ম্যাজিস্ট্রেট হিসাবে কাজে যোগ দেন । তিনি বছর এই পদে থেকে বিভিন্ন জেলায় কাজ করে কুমিল্লা জেলায় জজ হিসাবে নিযুক্ত হন । ১৯৪০ খ্রিস্টাব্দ থেকে ১৯৪৯ খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি সরকারী কাজে নিযুক্ত থেকে ১৯৫০ খ্রিস্টাব্দে তিনি পশ্চিমবঙ্গের বিচার বিভাগের সেক্রেটারি হন । ১৯৫১ খ্রিস্টাব্দে তিনি স্বেচ্ছায় সরকারী চাকরি থেকে অবসর নেন । ২৮ অক্টোবর , ২০০২ সালে তিনি মৃত্যুবরণ করেন।

সংশ্লিষ্ট বই