বিশ্বজিত্ চৌধুরী জন্ম ১৯৬০। বাংলা সাহিত্যে স্নাতকোত্তর। পেশা সাংবাদিকতা। ১৯৮২ সালে প্রকাশিত হয় তাঁর প্রথম বই কিশোর গল্পগ্রন্থ লিন্ডা জনসনের রাজহাঁস। নার্গিস উপন্যাসটি তাঁকে পাঠকমহলে ব্যাপক পরিচিতি এনে দেয়। বাসন্তী, তোমার পুরুষ কোথায়, হে চন্দনা পাখি, দূর-সম্পর্ক, ফুটো, কবি ও রহস্যময়ী, গোপন একটি নাম এবং খুন ও আনন্দকুসুম তাঁর বহুল সমাদৃত উপন্যাস। গল্প, উপন্যাস, কবিতা, প্রবন্ধ ও শিশু-কিশোর সাহিত্য মিলিয়ে তাঁর গ্রন্থসংখ্যা ৩১-এর অধিক। কথাসাহিত্যে সামগ্রিক অবদানের জন্য বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার (২০২১) পেয়েছেন তিনি। এ ছাড়া চট্টগ্রাম সিটি করপোরেশন সাহিত্য পুরস্কার, প্রেসক্লাব সাহিত্য পুরস্কার, ড. মুহম্মদ শহীদুল্লাহ্ পদকসহ বিভিন্ন সম্মাননা পেয়েছেন এই লেখক।