ফসলের হাসি
সবুজ-শ্যামলে ঘেরা আমার গাঁয়েতে,
মনটা ভরে যায় ফসলের খেলাতে।
আধা-পাকা ধানগুলো দোল খায় বাতাসে,
চারদিক মুখরিত মনোহর আভাসে।
কী যে পাগল করা পুঁই শাকের রূপ!
কাঁচা মরিচের ঝালে হয়ে যাই চুপ।
লাল শাকের পাতাতে চোখ যায় জুড়িয়ে,
ঢেঁড়সের ফলনে মন উঠে ভরিয়ে।
কচি পাট পাতাগুলো দেখতে কী দারুণ!
কুমড়ো ফুলে ফুলে মৌমাছির গুনগুন।
মুগ্ধ মন মোর সূর্যমুখীর শোভাতে,
সজনে ডাঁটাগুলো কি অপরূপ দেখতে!
মিষ্টি আলুও হয় আমাদের গাঁয়েতে,
সরিষার ফুলে ফুলে মন চায় হারাতে।
নানা ফসলে ভরপুর পল্লিটা মোর,
ঘরে ঘরে রয়েছে প্রাচুর্য ক্সবভব প্রচুর।
অনেক শ্রমের দামে ফসলের হাসি
আমার গাঁ-কে আমি খুব ভালবাসি।
সুবর্ণা দাস এর মিষ্টি ভোর এখন পাচ্ছেন বইফেরীতে মাত্র 160.00 টাকায়। এছাড়া বইটির ইবুক ভার্শন পড়তে পারবেন বইফেরীতে। Misti Vhoor by Subarna Dasis now available in boiferry for only 160.00 TK. You can also read the e-book version of this book in boiferry.