"কাঁদতে আসিনি ফাঁসির দাবী নিয়ে এসেছি" বই নিয়ে সংক্ষিপ্ত কথা:
বিশেষ একটি কবিতা রাতারাতি বিখ্যাত হয়ে গিয়েছিল, সরকারী আদেশে বাজেয়াপ্ত হয়েছিল এবং মাহবুব উল আলম চৌধুরীর খ্যাতি বিস্তৃততর ক্ষেত্রে পরিব্যাপ্ত হয়েছিল। কবিতাটির নাম “কাঁদতে আসিনি, ফাঁসির দাবী নিয়ে এসেছি।” ১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারিতে ঢাকায় গুলিবর্ষণ ও হত্যাকাণ্ডের প্রতিবাদে লেখা এটিই ছিল প্রথম কবিতা। মাহবুব উল আলম চৌধুরী সে সময়ে চট্টগ্রাম জেলা রাষ্ট্রভাষা-সংগ্রাম পরিষদের আহ্বায়ক ছিলেন। একুশে ফেব্রুয়ারির ঠিক আগে আগেই তিনি আকস্মিকভাবে জলবসন্ত রােগে আক্রান্ত হন। ঢাকার ছাত্রহত্যার খবর পেয়ে একুশে রাতেই রােগশয্যায় শুয়ে এই দীর্ঘ কবিতাটি তিনি রচনা করেন। রাতেই সেটি মুদ্রিত হয় এবং পরদিন প্রচারিত ও চট্টগ্রামের প্রতিবাদ সভায় পঠিত হয়। এই ঘটনার বিবরণ দিয়ে খােন্দকার মােহাম্মদ ইলিয়াস লিখেছেন: জলবসন্তে আক্রান্ত সুশ্রী মাহবুব উল আলম চৌধুরীর সুদীপ্ত দুটি চোখে ঝরছিল আগুন। তার কলম দিয়ে বেরিয়ে আসে আগ্নেয়গিরির লাভার মতাে জ্বলন্ত এক দীর্ঘ কবিতা, “কাঁদতে আসিনি, ফাঁসির দাবী নিয়ে এসেছি।”
মাহবুব উল আলম চৌধুরী এর কাঁদতে আসিনি ফাঁসির দাবী নিয়ে এসেছি এখন পাচ্ছেন বইফেরীতে মাত্র 80.00 টাকায়। এছাড়া বইটির ইবুক ভার্শন পড়তে পারবেন বইফেরীতে। Khadte Asine Pasir Dabi Nie Asechi by MahbulbUl Alam Chowdhuryis now available in boiferry for only 80.00 TK. You can also read the e-book version of this book in boiferry.