Loading...
অমল সাহা
লেখকের জীবনী
অমল সাহা (Amol Saha)

অমল সাহা। জন্ম বরিশাল রেড ক্রিসেন্ট হাসপাতালে । শৈশব শরিয়তপুর জেলার কেদারপুর গ্রামে। পড়ালেখা আর বড় হয়ে উঠেছেন চাদপুর শহরে । কলেজে থাকতেই স্থানীয় বিভিন্ন সাময়িকীতে লেখা শুরু । জীবন শুরু করেছেন চাল বেপারীগিরি দিয়ে । স্বল্প সময়ের জন্য সিনিয়র মাদ্রাসায় শিক্ষকতা । লেখার দূর্নিবার আকাংক্ষাই টেনে আনে ঢাকা শহরে । সেই থেকে শুরু। বিভিন্ন জাতীয় পত্রপত্রিকাগুলিতে বিশেষ করে ছােটদের জন্য অসংখ্য গল্প লিখেছেন। পরিচিতি পেয়ে যান হাসির গল্প লেখক হিসাবে। সঙ্গে চলে অনুবাদ আর ফিচার লেখার কাজ। প্রাণিবিদ্যায় স্নাতকোত্তর । বিজ্ঞানের ছাত্র হিসাবে সাইন্স ফিকশনও লিখতে পছন্দ করেন। লিখেছেন টেলিভিশনের জন্য নাটক ও মঞ্চ নাটক । বর্তমানে একটি গবেষণা প্রতিষ্ঠানে কর্মরত। এ পর্যন্ত ১৩ টি বই প্রকাশিত হয়েছে। এর মধ্যে, ‘সস্তায় হাতি কেনা’, ‘পঞ্চানন কাকুর গাড়ি’, ‘বিলু মামার দাঁত কপাটি’ ‘স্বাধীনতা আমার রঙিন ঘুড়ি' অন্যতম। বড়দের জন্য একটি উপন্যাস, বিরহী বন্দর। প্যারিস ভিত্তিক ফরাসী-বাংলা দ্বি-ভাষিক একটি সাহিত্য পত্রিকার স্থানীয় প্রতিনিধি । কর্মসূত্রে ঘুরে বেড়িয়েছেন দেশের প্রত্যন্ত অঞ্চল । চাকুরী করেছেন জাতিসংঘের বিশ্ব খাদ্য ও কৃষি সংস্থায় । ভ্রমণ করেছেন, ইতালী, দুবাই ও ভারত। শখ: লেখা ও দিবাস্বপ্ন দেখা । নিজের কথায়, দুটোই বিনে পয়সায়। প্রিয় কোটেশন: ম্যাক্সিম গাের্কির, “ম্যান ইজ ইনভার্সাল এসেন্স”

অমল সাহা এর বইসমূহ