নতুন রবি উঠলাে হেসে
মরুভূমির অথৈ বালুরাশি পাড়ি দিয়ে দেশ থেকে দেশান্তরে ছুটে যাচ্ছেন | তিনি৷ যাচ্ছেন বাণিজ্যে। শীর্ণ দেহ৷ চোখদুটো কোটরাগত। প্রশস্ত কপাল৷ যাচ্ছেন অতি নীরবে।
লিকলিকে শরীর। বাণিজ্যের বােঝা সঙ্গে করে হাঁটছেন। হাঁটতে গেলে একটু কুঁজো মতন দেখাচ্ছে দূর থেকে। অথচ হাঁটায় এক আকাশ আভিজাত্যের ছাপ। উজ্জ্বল সাদা ফরসা চেহারা থেকে কাঁচা হলুদের আভা ঠিকরে পড়ছে মাটির বুকে। ঠিক যেন সকালের প্রথম সূর্যোদয়। সূর্য যেমন দিনভর আলাে বিলায় পৃথিবীজুড়ে, তেমনই তিনি জীবনভর আলাে বিলিয়ে যান নিঃস্বার্থভাবে। তার আলােয় আলােকিত হয় সারা জাহান।
শুনে অবাক হবে- সূর্য যেমন চাঁদের কাছ থেকে আলাে ধার করে তারপর সেই আলাে ছড়িয়ে দেয় পৃথিবীর বুকে, তেমনই তিনি ধার করে করে আলাে বিলিয়ে যান মানুষের মাঝে। অন্ধকারে ফোটান আলাের ফুল। দেখান সত্যের পথ। যে মহান সূর্য-মানবের কথা বলছি। তােমাদের- তিনি হলেন আমাদের সকলের প্রিয় মানুষ, ইসলামের প্রথম খলিফা হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু। আমাদের প্রিয়নবির প্রিয় মানুষ তিনি। রাসুলুল্লাহর পর দিকহারা মুসলিম উম্মাহর হাল ধরেছিলেন যিনি দক্ষ নাবিকের মতাে, সেই আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কথাই বলছি তােমাদের। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বয়সে দু-বছরের কিছু বেশি দিন ছােট ছিলেন তিনি। শয়তান আবরাহা যে বছর আল্লাহর ঘর কাবা ভেঙে ফেলার উদ্দেশ্যে বিশাল সৈন্যবাহিনী নিয়ে মক্কায় এসেছিল এর দু-আড়াই বছর পর সেই পবিত্র ভূমির বিখ্যাত কুরাইশ বংশের অভিজাত শাখা আত-তাইমে জন্মগ্রহণ করেন হজরত আবু বকর। বাবা উসমান- তােমরা যাকে আবু কুহাফা নামে চেন- তিনি ছিলেন আরবের একজন ধনাঢ্য ব্যবসায়ী। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর জন্মে বাবা আবু কুহাফার ঘরে খুশির জোয়ার বয়ে যায়। মা উম্মুল খাইরের কোলজুড়ে নেমে আসে আকাশের চাঁদ। মা আদর করে সে চাঁদকে ডাকেন আবদুল্লাহ। উঠতে-বসতে, সকাল-সন্ধ্যা আবদুল্লাহ আবদুল্লাহ করে মুখে ফেনা তােলেন মা উম্মুল খাইর এবং বাবা আবু কুহাফা। আহা! তাদের আবদুল্লাহ-ই যে ভবিষ্যতের আবু বকর সিদ্দিক! এমন সােনার টুকরাে সন্তান পেলে কার খুশি লাগে, বলাে!
নকীব মাহমুদ এর ছোটদের হজরত আবু বকর এখন পাচ্ছেন বইফেরীতে মাত্র 68.75 টাকায়। এছাড়া বইটির ইবুক ভার্শন পড়তে পারবেন বইফেরীতে। Chotoder Hojrat Abubakkar by Nakib Mahmudis now available in boiferry for only 68.75 TK. You can also read the e-book version of this book in boiferry.