কবি ও শিল্পীদের এই অমরাবতীতে একবার নয়, বারবার গিয়েছেন সুনীল গঙ্গোপাধ্যায়। তাঁর পাঁচবারের ভ্রমণ অভিজ্ঞতা মিলিয়ে এই বই। সাধারণ ভ্রমণকাহিনির থেকে এ রচনার স্বাদ একেবারে আলাদা। নিছক ঘােরাফেরা আর দেখাশােনার মামুলি বৃত্তান্ত নয় এই বই। পুরাে ফরাসি দেশটাকেই যেন খুঁড়ে-খুঁড়ে দেখা। তার শিল্পসংস্কৃতি ও সাহিত্যের ঐতিহ্যের মধ্যে বিচরণ। শুধু এই শতকেই নয়, গত শতকেও। বিশেষ করে সেই সময়ে, যখন চিত্রশিল্পী ও কবিরা পারস্পরিক ঘনিষ্ঠতার মধ্য দিয়ে জড়িয়ে পড়ছেন নানান সৃষ্টিশীল আন্দোলনে। স্বাভাবিকভাবেই এ ভ্রমণকাহিনিতে এসে পড়েছে মার্গারিট নামে সেই ফরাসি বান্ধবীটির কথাও, প্রথমবার আমেরিকা প্রবাসকালে যার সাহচর্য ফরাসি দেশকে গভীরভাবে জানতে সাহায্য করেছিল। মার্গারিটকে নিয়ে বহু গল্প-উপন্যাস লিখেছেন সুনীল গঙ্গোপাধ্যায়, কিন্তু এই প্রথম মার্গারিটের সঙ্গে তাঁর গভীর অন্তরঙ্গতার আনুপূর্ব কাহিনি অকপটে বর্ণনা করলেন তিনি। এই ভ্রমণকাহিনিতে তাই টুকরাে আত্মজীবনীরও স্বাদ। আর মার্গারেটের সূত্রেই এই ভ্রমণকাহিনিতে এসেছে আমেরিকার বিটবংশ ও গ্রিনিচ গ্রামের কবিদের সঙ্গে তুমুল আড্ডার স্মৃতি।
এ গ্রন্থের প্রতিটি অধ্যায়ের শুরুতে রয়েছে বিখ্যাত একেকজন ফরাসি কবির কবিতা থেকে উদ্ধৃতি। এই অনুবাদের কাজে গদ্য লেখক সুনীল গঙ্গোপাধ্যায়ের সহযােগী হয়েছেন কবি সুনীল গঙ্গোপাধ্যায়।
সুনীল গঙ্গোপাধ্যায় (নীললোহিত) এর ছবির দেশে কবিতার দেশে এখন পাচ্ছেন বইফেরীতে মাত্র 480.00 টাকায়। এছাড়া বইটির ইবুক ভার্শন পড়তে পারবেন বইফেরীতে। Chobir Deshe Kobitar Deshe by Sunil Gangapadhyay (Nillohit)is now available in boiferry for only 480.00 TK. You can also read the e-book version of this book in boiferry.