বাইবেল বিকৃতি : প্রাচীণ সংস্করণ ও পান্ডুলিপির আলােকে
খৃষ্টানগণ বরাবরই বাইবেলের প্রাচীণ সংস্করণ ও পান্ডুলিপি নিয়ে গর্ব করে থাকেন। তাঁরা এ দাবীও করে থাকেন যে হাজার হাজার বছর ধরে বাইবেলের অসংখ্য সংস্করণ ও পান্ডুলিপি সারা পৃথিবীতে ছড়িয়ে আছে, তাই বাইবেলে বিকৃতি ঘটা আদৌ সম্ভব নয়। কিন্তু তাঁদের ঐ গর্ব ও দাবী কোনটিই বাস্তবসম্মত নয়।
কারণ গর্ব করা তখনই সঙ্গত হতাে, যদি লেখকগণের নাম পরিচয় এবং আস্থাযােগ্যতা প্রমাণিত থাকত। কিন্তু পেছনে আমরা কিতাবুল মােকাদ্দসের উদ্ধৃতিতে উল্লেখ করে এসেছি যে, এর অনেক পুস্তকেরই লেখক কে তা জানা নেই। আর যেসব পুস্তকের লেখকের নাম উল্লেখ করা হয়েছে তারাই যে এগুলি লিখেছেন তাও নিশ্চিত করে বলা যায়না। আবার রচয়িতাগণ যে ভাষায় বাইবেলের পুস্তকগুলি রচনা করেছিলেন, তাদের রচিত সেই মূল কপিগুলিও সংরক্ষিত নেই।
তদুপরি অনুবাদের পর অনুবাদ, সম্পাদনার পর সম্পাদনার কলম কতবার যে এগুলির উপর দিয়ে চালানাে হয়েছে তার ইয়ত্তা নেই। যাহােক পাঠকের জ্ঞাতার্থে এখানে প্রাচীনতম দুটি পান্ডুলিপির কথা উল্লেখ করছি।
১) কোডেক্স সিনাইটিকাস (Codex sinaiticus)। এটি চতুর্থ খৃষ্টাব্দের গােড়ার দিকের বলে দাবী করা হয়। ১৮৫৯ সালে এক জার্মান গবেষক মাউন্ট সিনাই এর এক পাদ্রীর আশ্রম কেথ্রন থেকে এটি হস্তগত করেন।
১৯৩৪ সালে ব্রিটেন এক লাখ পাউন্ডের বিনিময়ে রাশিয়ার কাছ থেকে এটি খরিদ করে। বর্তমানে এটি বৃটিশ জাদুঘরে সংরক্ষিত আছে। এটি গ্রীক অনুবাদ সেপ্টোজিন্ট ১ এর নকল। এটিতে ২টি পরিত্যক্ত ইঞ্জিলও (তন্মধ্যে একটি হলাে বার্নাবাসের ইঞ্জিল) বিদ্যমান আছে।
মাওলানা আব্দুল মতিন এর বাইবেল বিকৃতি তথ্য ও প্রমাণ এখন পাচ্ছেন বইফেরীতে মাত্র 168.00 টাকায়। এছাড়া বইটির ইবুক ভার্শন পড়তে পারবেন বইফেরীতে। Bible Bikriti Tottho O Proman by Mawlana Abdul Motinis now available in boiferry for only 168.00 TK. You can also read the e-book version of this book in boiferry.