Loading...

গল্পে আঁকা মহীয়সী খাদিজা (হার্ডকভার)

লেখক: মুহাম্মাদ আবদুল গণী হাসান, অনুবাদক: ইয়াহইয়া ইউসুফ নদভী

স্টক:

৩৬০.০০ ২২৬.৮০

"গল্পে আঁকা মহীয়সী খাদিজা"বইটির সম্পর্কে কিছু কথা:
সীরাতচর্চা ও গবেষণার একজন ছাত্র হিসাবে দেখেছি—মহীয়সী খাদিজা সীরাতের আকাশে এক জ্বলজ্বলে নক্ষত্র। এই দ্যোতিত নক্ষত্রের বৈভিক ঐশ্বর্যে আমার হৃদয়-মন বার বার আলােকিত হয়েছে। একাধিক সীরাত বিষয়ক কিতাব লিখতে গিয়ে আমি বার বার থমকে দাঁড়িয়েছি এই মহান চরিত্রটির পাশে। বিস্মিত হয়েছি। আপ্লুত হয়েছি। বিমুগ্ধ হয়েছি। আহরণ করেছি—শক্তি। বল। আদর্শ। সত্যের পক্ষে দৃঢ় অবস্থানের অবিনাশী চেতনা।
তাঁকে নিয়ে এই কিতাবটি লিখতে বসে যে কথাটি বার বার আমার মনে ছায়া বিস্তার করেছে তা হলাে এই—তাঁর সংগ্রামী ও সােনালি এবং নবুওত-বিধৌত জীবনের একটুখানি পরশ যদি লাগে কোনাে নারী-জীবনে, তাহলে আমার বিশ্বাস সে নারীও হয়ে যাবেন ইতিহাসের মহীয়সী।
তাঁকে নিয়ে লেখা অনেক কিতাব চোখে পড়েছে। বাংলা আরবী। তবুও মনে হয়েছে—আমিও লিখবাে। মনকে শান্ত করার জন্যে আমারও লেখা প্রয়ােজন। খুঁজলাম উপযুক্ত আরবী কিতাব। কিন্তু পেয়েও যেনাে পাই না। বিষয় পেলে ভাব পাই না। ভাব পাই তাে অনুপ্রেরণা পাই না। হঠাৎ একদিন চোখ পড়লাে আলােচ্য কিতাবটিতে। পড়লাম একটু। আরেকটু। ভালাে লাগলাে। অনেক। শেষ পর্যন্ত অনুবাদে হাত দিলাম। শব্দ এড়িয়ে নিলাম ভাব। কোথাও কোথাও ছায়া। হযরত মাওলানা সায়্যিদ আবুল হাসান আলী নদভী রহ.-এর আত্মজীবনী কারওয়ানে যিন্দেগির অনুবাদ থামিয়ে ডুবে গেলাম খাদিজাময় দিন-রাত্রিতে।
যদি বলি; এটি একটি ঐতিহাসিক উপন্যাস, ভুল হবে না। আমার কাছে বার বার মনে হয়েছে, এখানে উপন্যাস-উপকরণনির্ভেজাল। সত্যপুষ্ট। আবেগ-মথিত। আদর্শের জ্যোতিতে চিরজ্যোতির্মান। উপন্যাসের প্রচলিত সংজ্ঞা এখানে ষােল আনা নাথাকলেও ইতিহাসের এ কাহিনী উপন্যাসের সেরা উপকরণ। এ কাহিনীর স্পর্শে উপন্যাস হতে পারে গর্বিত। সার্থক। তবুও নানা কারণে আমরা উপন্যাস শব্দটি এড়িয়ে কিতাবটির নাম রেখেছি— গল্পে আঁকা মহীয়সী খাদিজা।
খাদিজা কে?
কেমন ছিলাে প্রিয় মুহাম্মদের সাথে নবুওত পূর্ববর্তী দাম্পত্য জীবনে তার দীর্ঘ পনেরােটি বছর? সে শ্বাসরুদ্ধকর উত্তেজনায় ভরপুর এক মজার কাহিনী!
কেমন ছিলাে নবুওত পরবর্তী জীবনে প্রিয় রাসূলের পাশে এই মহীয়সী খাদিজা? এখানে আমরা খাদিজাকে আবিষ্কার করবাে। আকাশ-সহযােগী হিসাবে। অর্থাৎ আল্লাহ পাক নবুওতের কাজে মুহূর্তে মুহূর্তে সাহায্য করছেন তাঁর প্রিয় রাসূলকে! খাদিজাও!
ওহী’র নির্দেশ—সবাইকে ডাকো ঈমানের পথে! এখন কাকে ডাকবেন? কাকে দিয়ে দাওয়াতের কাজ শুরু করবেন? কে সাড়া দেবে? সবার আগে সাড়া দিলেন খাদিজা! ডাকার আগেই!! খুশিতে তৃপ্তিতে প্রাপ্তিতে ভরে গেলাে আল্লাহর নবীর মন!
বাইরে বেরিয়ে যান প্রিয়নবী, দাওয়াতের কাজে! ফিরে আসেন ক্লান্ত হয়ে। কখনাে দুশমনের কথায় মন খারাপ করে! এখানেও খাদিজা প্রিয়নবীর পাশে আছেন! তাঁকে অভয়বাণী শােনান! তারবাক্যে যেনাে ঝরে ঝরে পড়ে—সান্ত্বনার পশলা পশলা বৃষ্টি! এভাবে খাদিজা ওফাতের পূর্ব মুহূর্ত পর্যন্ত ছিলেন ওয়াফাদার! এ কিতাবে বর্ণিত হয়েছে তাঁর ওয়াফাদারির এক অপূর্ব কাহিনী!
খাদিজার ওফাতে কতােটা কষ্ট পেয়েছিলেন আল্লাহর রাসূল? সীমাহীন! সেদিন তিনি কেঁদেছিলেন! সাহাবীরা কেঁদেছিলেন! মক্কা কেঁদেছিলাে! আকাশ-পৃথিবীও কেঁদেছিলাে! হেসেছিলাে শুধু উম্মে জামিল আর আবু লাহাবেরা!
এখানেই শেষ করছি কথা। এবার কিতাবের পাতায় আমন্ত্রণ!

Golpe Aka Mohiyoshi Khadiza,Golpe Aka Mohiyoshi Khadiza in boiferry,Golpe Aka Mohiyoshi Khadiza buy online,Golpe Aka Mohiyoshi Khadiza by Abdus Salam Al Ashori,গল্পে আঁকা মহীয়সী খাদিজা,গল্পে আঁকা মহীয়সী খাদিজা বইফেরীতে,গল্পে আঁকা মহীয়সী খাদিজা অনলাইনে কিনুন,আবদুস সালাম আল আশরী এর গল্পে আঁকা মহীয়সী খাদিজা,9789849221180,Golpe Aka Mohiyoshi Khadiza Ebook,Golpe Aka Mohiyoshi Khadiza Ebook in BD,Golpe Aka Mohiyoshi Khadiza Ebook in Dhaka,Golpe Aka Mohiyoshi Khadiza Ebook in Bangladesh,Golpe Aka Mohiyoshi Khadiza Ebook in boiferry,গল্পে আঁকা মহীয়সী খাদিজা ইবুক,গল্পে আঁকা মহীয়সী খাদিজা ইবুক বিডি,গল্পে আঁকা মহীয়সী খাদিজা ইবুক ঢাকায়,গল্পে আঁকা মহীয়সী খাদিজা ইবুক বাংলাদেশে
আবদুস সালাম আল আশরী এর গল্পে আঁকা মহীয়সী খাদিজা এখন পাচ্ছেন বইফেরীতে মাত্র 201.00 টাকায়। এছাড়া বইটির ইবুক ভার্শন পড়তে পারবেন বইফেরীতে। Golpe Aka Mohiyoshi Khadiza by Abdus Salam Al Ashoriis now available in boiferry for only 201.00 TK. You can also read the e-book version of this book in boiferry.
ধরন হার্ডকভার | ২২৪ পাতা
প্রথম প্রকাশ 2016-02-01
প্রকাশনী রাহনুমা প্রকাশনী
ISBN: 9789849221180
ভাষা বাংলা

ক্রেতার পর্যালোচনা

5
1 reviews

1-2 থেকে 2 পর্যালোচনা

  • পর্যালোচনা লিখেছেন 'Siraajam Binte Kamal'
    খাদিজা বিনতে খোআইলিদ। সবার চোখের মণি, আদরের দুলালি। কুরাইশ গোত্রের ব্যবসায়ী ঐতিহ্যবাহী বড় পরিবারের শোভা তনয়া খাদিজা যেন এক প্রস্ফুটিত ফুল! মা ফাতেমা, বাবা খোআইলিদ মনের ক্যানভাসে তনয়া খাদিজার নতুন জীবনের স্বপ্ন দেখে। বুক ভরা আশা আর স্বপ্ন নিয়ে ওনারা মেয়ে খাদিজাকে তুলে দেন আতিকের হাতে। খাদিজা পেলেন প্রশান্তির সবুজ নীড়। কিন্তু বিবাহের দ্বিতীয় বছরে খাদিজাকে একা করে আতিক চলে গেলেন না ফেরার দেশে। অতঃপর ২য় স্বামী নাব্বাশ! তিনিও খাদিজাকে আবার একা করে চলে গেলেন না ফেরার দেশে। এই শোকের পেছনেও কি কোন রহস্য আছে? আড়ালে তার কী হাসে? একসময় খাদিজা দেখলেন এক "স্বপ্নসূর্য"। যে সূর্য আকাশ থেকে নেমে খাদিজার ঘরে প্রবেশ করল,আলোতে ভরে গেল খাদিজার ঘর,পবিত্র মক্কা,পুরো দুনিয়া! চাচাতো ভাই ওয়ারাকা দিলেন স্বপ্নের ব্যাখা। খাদিজা সৌভাগ্যবতী! খাদিজা হবে নবীপত্নী! যিনি আকাশের রত্ন, সবচেয়ে দামি রত্ন! এই স্বপ্ন এত মধুমাখা কেন! এই স্বপ্ন কেন এত মাদকতাময়! কে খাদিজার এই স্বপ্নসূর্য! কে তার ভাবী স্বামী! কে এই নূর! অতঃপর শাম অভিযান! মায়সারার মুখে মুহাম্মদের প্রশংসা! মুগ্ধতা! বান্ধুবী নাফিসার অভিযান! শাদি মুবারক! তারপর মরুর বুকে ফুটতে লাগল ফুল। এলো আসমানী ওহী!..... বইটা পড়া শুরু করলে শেষ না করে ওঠতে ইচ্ছে হবেনা। বইপড়া শেষ হবে কিন্তু শেষ হবে না শ্রদ্ধা, ভালবাসা, মুগ্ধতা! আশ্চর্য গতিময়তায় বয়ে চলে একের পর এক কাহিনী, ছলছল প্রবাহে। বইটা পড়ার সময় বার বার একটি আয়াত মনে পড়ছিল, "অচিরেই তোমার রব এত দিবেন যে তুমি সন্তুষ্ট হয়ে যাবে।" (সূরা আদ-দ্বোহা; আয়াত: ০৫)
    June 25, 2022
  • পর্যালোচনা লিখেছেন 'Md Shamim Hossain'
    এ এক মরুরাজকন্যের কাহিনি। এ কাহিনিতে আছে উপন্যাসের সবজে ছায়া। রয়েছে ইতিহাসের ঘন্টাধ্বনি। রয়েছে আঁধারে নারীর মহিমার বর্ণনা। রয়েছে রাজকন্যের শৈশব-কৈশোর ও যৌবনের সোনালী দিনগুলোর স্মৃতির ঘনঘটা। রাজকন্যে ছিলো গৃহশেভা, বাবার আদুরে, মায়ের সোহাগি। এরপর... এরপরের কাহিনি নাহয় নিজেই পড়ে নেবেন। ⚫মূল্যায়নঃ ❝গল্পে আঁকা মহীয়সী খাদিজা❞ রাদিআল্লাহু তাআ'লা আনহা, আমার পড়া সবচেয়ে চমৎকার বইগুলোর একটি বই। বইটা পড়তে বসে খুব দ্রুতই পড়া শেষ হয়ে গেল। মনে হলো এইতো শুরু করলাম আর এক্ষুনি শেষ হয়ে গেল? অন্তর শীতলকারী বই এটি। বইটা পড়ে এত তৃপ্তি পেয়েছি তা বলে বা লিখে প্রকাশ করা সম্ভব না। আম্মাজান খাদিজা রাদিআল্লাহু তাআ'লা আনহার সম্পূর্ণ জীবনকে মাত্র দুইশত বাইশ পৃষ্ঠায় খুব চমৎকার ভাবে উপস্থাপন করেছেন লেখক। অনুবাদকের কাজ দেখেও আমি সত্যিই মুগ্ধ হয়েছি। সুবহান-আল্লাহ ! কি দারুণ ভাষা, শব্দচয়ন, বাক্যের গঠন ও বুনন! অন্তর শীতলকারী লেখনশৈলী। বইটির ভুলত্রুটি বলতে তেমন কিছুই চোখে পড়েনি। প্রচ্ছদ নিয়ে কিছু বলার অপেক্ষা রাখ না। প্রিয় মানুষ, তাঁর সময়ের পরিবেশের চিত্র প্রচ্ছদে ফুটিয়ে তোলা হয়েছে। পৃষ্ঠাসজ্জাও বেশ ভালো হয়েছে। সবমিলিয়ে বেশ ভালো লেগেছে বইটি। এ পর্যন্ত পড়া সকল বইয়ের মাঝে এটিকে আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে। ⚫কেন পড়বেন বইটি? উম্মুল মুমিনীন খাদিজা রাদিআল্লাহু তাআ'লা আনহা সমগ্র মানবজাতির জন্য আদর্শ স্বরূপ। বিশেষ করে মহিলাদের জন্য উনার মতো চমৎকার আদর্শ আর দ্বিতীয়টি নেই। একজন সন্তান, নারী, স্ত্রী, মা, বন্ধু, ব্যবসায়ী হিসেবে তিনি ছিলেন অতুলনীয়। নবীজি ﷺ কে তিনি এত আদর যত্ন, সেবা করতেন যে, নবীজি কখনোই উনাকে ভুলতে পারেননি। নবুয়ত প্রাপ্তির প্রথম দিকে যখন কেউই নবীজির পাশে ছিলো না, তখন তাঁর প্রাণপ্রিয় স্ত্রী খাদিজা রাদিআল্লাহু তাআ'লা আনহা-ই সঙ্গ দিয়েছিলেন। তিনিই সর্বপ্রথম ইসলাম ধর্মে দীক্ষিত হন। তিনিই একমাত্র এমন নারী যে মহান রব্বুল আলামীনের থেকে সালাম পেয়েছেন। আমার কাছে উনার জীবনের বিশেষ দিকগুলো শিক্ষনীয় মনে হয়েছে। সফলতার চমকটা সবাই দেখে কিন্তু সেই সফলতার পেছনের যন্ত্রণাময় ব্যর্থতার আঁধারে কেউ উঁকি দেয় না। আম্মাজানের জীবনের কষ্টের সময়গুলো সম্পর্কে যত জেনেছি ততই সবরের মহিমা বুঝতে পেরেছি। বইটি সকলের পড়া উচিত বলে মনে করি, বিশেষ করে নারীদের। ⚫পছন্দের কিছু অংশঃ ◾ অথৈ চিন্তা এবং সবুজ থৈ। ◾ শাদি মুবারক ◾আবুল কাসেম ◾তোমার স্মরণে হে খাদিজা ( রাদিআল্লাহু তাআ'লা আনহ সবশেষে এটুকুই বলতে চাই, ❝ নারী তুমি খাদিজা হও, তাঁর মতো আলোকিত হও, আলোয় আলোয় ভরিয়ে দাও পৃথিবী ❞
    July 25, 2022
আবদুস সালাম আল আশরী
লেখকের জীবনী
আবদুস সালাম আল আশরী (Abdus Salam Al Ashori)

আবদুস সালাম আল আশরী

সংশ্লিষ্ট বই