মীর বরকত দীর্ঘদিন আবৃত্তির সঙ্গে যুক্ত রয়েছেন। তাঁর নিজস্ব আবৃত্তি পরিবেশন ও দেশব্যাপী আবৃত্তি প্রশিক্ষণের প্রবাহে যুক্ত হয়েছে লেখালেখির একটা স্রোতও। মীর বরকত তাঁর স্বভাবের মতোই শান্ত ও সরল ভঙ্গিতে লেখালেখির চর্চা চালিয়ে যাচ্ছেন নিরবচ্ছিন্ন।তাঁর লেখাগুলোর মধ্যে রয়েছে ছড়া, কবিতা, স্মৃতিকথা, গল্প, রম্যকথন ইত্যাদি। গদ্য ও পদ্য উভয় আঙ্গিকে তিনি বেশ সাবলীল। মীর বরকতের প্রায় সব লেখাতেই একটি সুন্দর বৈশিষ্ট্য লক্ষণীয়।
সেটা হলো বুদ্ধিদীপ্ততা এবং পরিমিতিবোধ। খুব অল্প কথায় সীমিত পরিসরে তিনি মেলে ধরেন তাঁর অনুভূতি ও অভিজ্ঞতার ডালা, যা তাঁর ব্যক্তিগত সীমারেখা অতিক্রম করে হয়ে ওঠে সার্বজনীন। এর মধ্য দিয়ে আবির্ভূত হয়েছে মীর বরকতের এক ব্যতিক্রমী লেখকসত্তা। তিনি দেশের অন্যতম একজন আবৃত্তি নির্দেশকই শুধু নন,কৃতি নাট্য নির্দেশক হিসেবেও তাঁর একটা পরিচিতি আছে।তাই তাঁর রচনাশৈলীতে নাটকীয় নির্মাণের উপস্থিতি লক্ষ্য করা যায়।
প্রায় চার দশক ধরে নিরলসভাবে আবৃত্তি প্রশিক্ষণ দিতে গিয়ে তার প্রশিক্ষণ পদ্ধতি আকর্ষনীয় ও নবতর পর্যায়ে উন্নীত হয়েছে।নবীন-প্রবীণ সকল আগ্রহী মানুষের জন্য নানান বৈচিত্রময় পন্থায় তিনি প্রশিক্ষণ দিয়ে থাকেন। নাটক,আবৃত্তি,সংবাদ উপস্থাপনে যে দরকারী বিষয়গুলো আয়ত্বে আনা প্রয়োজন বলে মনে হয়,সেগুলোকে আবার শিক্ষক, কর্মকর্তা,বক্তা তাদেরও উপযোগী করে তিনি 'আবৃত্তির প্রথম পাঠ' গ্রন্থটি রচনা করেছেন।অত্যন্ত সহজ ভাষায় লেখা এই গ্রন্থটি থেকে নির্যাস গ্রহণ করে সব বয়স,শ্রেণি ও পেশার মানুষ নিজেকে সমৃদ্ধ করতে পারবেন।
মীর বরকত এর আবৃত্তির প্রথম পাঠ এখন পাচ্ছেন বইফেরীতে মাত্র 240.00 টাকায়। এছাড়া বইটির ইবুক ভার্শন পড়তে পারবেন বইফেরীতে। abrttir-prothom-path by Mir Borkotis now available in boiferry for only 240.00 TK. You can also read the e-book version of this book in boiferry.