Loading...
সাজ্জাদ আরেফিন
লেখকের জীবনী
সাজ্জাদ আরেফিন (Sazzad Arifin)

সাজ্জাদ আরেফিন ১৯৬৫ সালের ২৪সে ডিসেম্বর কিশােরগঞ্জ জেলার ভৈরববাজারের নবীপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৮৮ সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। ১৯৭৭ সাল থেকে লেখালেখির সঙ্গে যুক্ত। কাব্যগ্রন্থ, গবেষণা, ও সম্পাদনাসহ প্রকাশিত বইয়ের সংখ্যা ৫০টি। কবিতার বই : ছায়া-অনুক্ষণ (১৯৮৪), রাতের দেয়াল সরিয়ে (২০০৪), নিহত হওয়ার অপেক্ষায় জেগে থাকি (২০০৬), বাতাসের পা ছুয়ে বলি (২০১০) পানশালার রঙিন গ্লাস (২০১০), আনন্দের ঘরবাড়ি (২০১৩) ও ডানাকাটা কথা (২০১৭)। কবিতার পাশাপাশি তার প্রিয় বিচরণক্ষেত্র গবেষণা ও সম্পাদনা। এখানেও বিরলপ্রজ তিনি; তবে যে কাজই করেছেন, তার প্রতিটিই তাৎপর্যপূর্ণ ও সারবান। ছােটকাগজ তার ভালােবাসার আরেক ভুবন। তাঁর সম্পাদিত ছােটকাগজ ‘নান্দীপাঠ। এযাবৎ প্রকাশিত এর প্রতিটি সংখ্যাই পরিশ্রমে ঋদ্ধ, উৎকর্ষে অনন্য। জীবিকাসূত্রে আমাদের মননচর্চার প্রতীকপ্রতিষ্ঠানে কর্মরত তিনি। তার আয়ত্তভূক্ত যে কোনাে সহায়তার জন্য তিনি অবারিতদ্বার।