এস. এম. শাহ্ আলম সৈকত (জন্ম : ৫ই ডিসেম্বর, ১৯৮৯), পিতা : এস. এম. মোতাজ্জেল হোসেন; মাতা : মৃত রোকেয়া বেগম। অনুবাদকের বাল্যকাল এবং শৈশবকাল কেটেছে গ্রামের পরিবেশে। পাবনা জেলার অন্তর্গত বিশ্বনাথপুর গ্রামে তার বেড়ে ওঠা। ২০০৫ সালে এস.এস.সি পরীক্ষায় উত্তীর্ণ হয় কাথিনাথপুর আব্দুল লতিফ উচ্চ বিদ্যালয় থেকে। এরপর বড় ভাই ও মেজ ভাইয়ের কল্যাণে ঢাকায় পারি জমান এবং মোল্লারটেক উদয়ন কলেজ থেকে এইচ.এস.সি পাশ করেন ২০০৭ সালে। মেজো ভাইয়ের অসুস্থতায় ভাঙ্গা গড়া শুরু। ৩ বছর পড়াশোনা স্থগিত থাকে। পারিবারিক উৎসাহ ও ব্যক্তিগত অদম্য ইচ্ছায় ২০১১ সালে সিটি বিশ্ববিদ্যালয়ে ইংরেজিতে স্নাতক ডিগ্রিতে ভর্তি হন এবং ২০১৫ সালে পাশ করে বের হন। এরপর ২০১৬ সালে উত্তরা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মানবসম্পদ বিভাগে ২য় মাস্টার্স ডিগ্রি শুরুর পাশাপাশি একটি বহুজাতিক কোম্পানিতে মানবসম্পদ বিভাগে চাকুরি করেন। এখানেই থেমে থাকেননি তিনি সুইডেন এ পারি জমান ২০১৮ সালে ৩য় মাস্টার্স ডিগ্রি করতে। সেখান থেকে পোল্যান্ড চলে আসেন একটি সুনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে বিজনেস ম্যানেজমেন্ট-এ ৩য় মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। ইংরেজি ভাষায় দক্ষ হওয়ার কারনে এবং ব্যক্তিজীবনের অনুপ্রেরণা থেকেই অনুবাদ সাহিত্যের উপর কিছু কাজ করছেন। তার শখ শিক্ষামূলক ভিডিও প্রকাশ করা সামাজিক মাধ্যমে (ইউটিউব এবং ফেসবুকে)।