মৌলী আখন্দ, একজন স্বাপ্নিক জন্ম ১৯৮৬ সালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে, বেড়ে ওঠা ও বসবাস ঢাকায়। মা বাবার প্রথম সন্তান, এক কন্যার জননী। পড়াশোনা হলিক্রস স্কুল ও কলেজে। পেশায় চিকিৎসক, শেরে বাংলা মেডিকেল কলেজ, বরিশাল থেকে এম বি বি এস পাস করে মা ও শিশু স্বাস্থ্য বিষয়ে মাস্টার্স করেছেন। বর্তমানে শিশু মেডিসিন বিষয়ে কর্মরত। নেশা বই পড়া, উইপোকার মত পুরির ঠোঙ্গা থেকে শুরু করে রবীন্দ্রনাথ ঠাকুর পর্যন্ত সবই পড়তে ভালোবাসেন। স্বপ্ন দেখেন বৈষম্যমুক্ত পৃথিবীর, যেখানে নারী পুরুষ ধনী গরিব সবাই পাবে সমান সুযোগ ও অধিকার। লেখকের এ পর্যন্ত প্রকাশিত বই “একা”, “ইট রঙের বাড়ি”, “যে জীবন দোয়েলের”, “আলোকের এই ঝরনাধারায়", “আমাদের মেঘবাড়ি”, "এখানে রোদ নেই", "সর্পিল ", "নির্মোক", "স্বপ্নচূড়া "ও "শঙ্কিত শর্বর "। "শূন্যপুর " তার সম্পাদনায় প্রথম গল্প সংকলন। এছাড়াও ছয়টি গল্প সংকলনে তাঁর ছোট গল্প, ভৌতিক গল্প ও তিনটি কবিতা সংকলনে তার কবিতা প্রকাশিত হয়েছে। প্রথম প্রকাশিত বই "একা' র জন্য পেয়েছেন পাললিক সৌরভ তরুণ লেখক সম্মাননা ২০২১। মৌলী বিশ্বাস করেন গল্প হলো জীবনের আয়না। আর সেই আয়নায় জীবনের স্পষ্ট ছবি তুলে ধরতে প্রতিদিন আয়নাটা মুছে পরিষ্কার করেন তিনি। তাই লিখে যান অবিরাম।