ফারহানা সিনথিয়ার শৈশব কেটেছে ঢাকায়। এরপর কানাডা। বইপড়া শুরু অধ্যাপক নানার ব্যক্তিগত সংগ্রহশালায়। সেখানেই ম্যাক্সিম গোর্কির বাংলায় অনূদিত লেখা পড়ে বিদেশি সাহিত্যের সঙ্গে পরিচয়। এপার বাংলার পছন্দের লেখক হুমায়ূন আহমেদ এবং মুহাম্মদ জাফর ইকবাল। কৈশোরের শীর্ষেন্দু, সমরেশ আর সুনীলের বইয়ের সঙ্গে সখ্য এখনো আছে। ইংরেজিতে প্রাতিষ্ঠানিক শিক্ষা সম্পন্ন হলেও বাংলা সাহিত্যের প্রতি অনুরাগ ছিল ছেলেবেলা থেকেই। কানাডা থেকে তড়িৎ প্রকৌশলে স্নাতক ডিগ্রি নিয়ে চাকরি করছেন। ২০২০ বইমেলায় পেন্সিল প্রকাশনীর গল্প সংকলনে ছোটগল্প প্রকাশিত হয়। ২০২১ বইমেলায় আসে থ্রিলার ‘আবর্ত’। একটি জাতীয় দৈনিকে নিয়মিত কলাম আর ছোটগল্প লেখেন। ২০২১ সালে পাঁচটি সংকলনে এসেছে রহস্য আর সমকালীন ছোটগল্প। লেখালেখি করে সবচেয়ে বড় অর্জন বাংলাদেশের সঙ্গে মনের সংযোগ স্থাপন। ২০২২ বইমেলায় প্রকাশিত হবে দ্বিতীয় উপন্যাস। এটি প্রবাস জীবনের আখ্যান নিয়ে রচিত। বইটির মূল্য রাখা হয়েছে ৩০০ টাকা।