Loading...
হেলেনা খান
লেখকের জীবনী
হেলেনা খান (Helena Khan)

হেলেনা খান। (১৯২৩–২০১৯) একজন শিশু সাহিত্যিক, গল্পকার, অনুবাদক ও ঔপন্যাসিক ছিলেন। তার প্রকাশিত রচনা পঞ্চাশটির বেশি। শিশু সাহিত্যে অবদানের জন্য তিনি ২০০৮ সালে বাংলা একাডেমি পুরস্কার এবং বাংলা সাহিত্যে অবদানের জন্য ২০১০ সালে একুশে পদক পেয়েছেন। ময়মনসিংহের মেয়ে হেলেনা ১৯৪৮ সালে কলকাতার লেডি ব্রাবোর্ন কলেজ থেকে বিএ এবং লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে ১৯৫১-১৯৫২ সালে যথাক্রমে শিক্ষা ও ইংরেজি বিষয়ে দুটি ডিপ্লোমা অর্জন করেন। ৯১ বছর বয়সে যুক্তরাষ্ট্রের আটলান্টার পিডমন্ট হাসপাতালে মৃত্যুবরণ করেন।[৫][৬] তাকে লরেন্সভিলের মুসলিম সেমেটারিতে সমাহিত করা হয়।

হেলেনা খান এর বইসমূহ