লেখক পরিচিতি আঁখি আক্তার। বাস্তববাদী এই লেখিকার জন্ম ৫ মে। ফরিদপুর জেলার চরভদ্রাসনের একটি এঁদো গ্রামে তার বেড়ে ওঠা। তার চিন্তাধারায় গ্রাম্য প্রভাব বিদ্যমান। অবশ্য তিনি ভালোবেসেই এই প্রভাব বয়ে বেড়ান। পিতা আলমগীর খান এবং মাতা জমিলা খাতুন। অনলাইনে তিনি আঁখি আক্তার নামে ব্যাপক জনপ্রিয়তা পেলেও পরিবার কিংবা বন্ধুমহলে আয়েশা নামেই পরিচিত। লেখালিখির ঝোঁক স্কুল জীবন থেকেই। তবে অনলাইন জগতে নতুন করে লেখালিখিতে আত্মপ্রকাশ করেন ২০২০এ। তখন থেকেই বিভিন্ন পত্রিকা ও অনলাইন ম্যাগাজিনে তার লেখা প্রকাশিত হতে থাকে। এ পর্যন্ত অনলাইনে তার লিখিত ছোট বড়ো গল্পের সংখ্যা একশটির অধিক। এছাড়াও রয়েছে বেশ কিছু যৌথ বই। এরমধ্যে উল্লেখযোগ্য হচ্ছে,গল্প ও কাব্যের প্রেম, অল্প কথার গল্প ২.০,রক্তে ভেজা একুশ,অভিমান ইত্যাদি। তবে একক বই হিসেবে "সুখ পেন্সিল" বইয়ের মধ্য দিয়েই আত্মপ্রকাশ ঘটান। বর্তমানে দুই সন্তানের জননী এবং স্বামী সংসারে তিনি অবসর সময় কাটান বই পড়ে কিংবা পরম যত্নে বইয়ের দারুণ সব ফটোগ্রাফি করে।