Loading...
ইমরান কায়ে
লেখকের জীবনী
ইমরান কায়ে (Imran Kayes)

জন্ম টাঙ্গাইলের সাবালিয়ায় বঙ্গাব্দ ১৩৯২, পৌষের শেষদিন। সরল করে বললে, ১৪ জানুয়ারি ১৯৮৫। লেখাপড়া বিন্দুবাসিনী স্কুল, নটর ডেম কলেজ, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ এবং রয়াল কলেজ অফ সার্জনস অফ এডিনবরাহ। বাবা মুজিবুর রহমান, মা মাহমুদা খাতুন । স্ত্রী তাসমিয়াহ মাহমুদ। ‘বিষাদ’ নামের একটা উপন্যাস বছর দুই আগে লিখেছিলেন । সে সময় লেখকের মনে হচ্ছিল, জীবন একটা আশ্চর্য ভ্রমণ! অথচ এখন মনে হচ্ছে, জীবনে আসলে কোথাও যাবার নেই । জীবন একটা পুষ্প-পল্লবে আচ্ছাদিত বৃক্ষ কেবল! আমৃত্যু কেবল স্মৃতির ভারে নুইয়ে পড়া! সবকিছু বড্ড তুচ্ছ লাগে আজকাল! শুধু নিজের দুই বছর বয়সি মেয়েটার এলোমেলো পায়ের হাঁটা দেখে মনে হচ্ছে, এ ক্ষুদ্র, তুচ্ছ, অনর্থক জীবন ফুরাবে হাহাকারের স্বচ্ছ জল বুকে নিয়ে ! ‘জন্মান্তর’ লেখকের দ্বিতীয় উপন্যাস।