Loading...
ইবাইস আমান
লেখকের জীবনী
ইবাইস আমান (Ibais Aman)

বছরটা ছিল উন্মাত্তাল, সেই গণঅভ্যুত্থানের বছর, ইবাইস আমানের জন্ম ঊনসত্তরে। সাতক্ষীরার তুজলপুর গ্রামে। কিন্তু সেই শৈশব কাটাতে কাটাতে স্বদেশের বাতাস তাঁর গায়ে জড়ালো, আর মনের ভেতর জন্ম নিল এক কবির। আশির দশকে সেই বাতাসের গাছে ফুটলো ফুল। সে ফুলের ঘ্রাণ গেঁথে গেল বাউলা অন্তরে। একদিকে পণ্যের প্রসার অন্যদিকে বাউলা অন্তরের ডাক। কবি বেছে নিলেন কবিতার কঠিন জগতকে। মাঝখানে সাময়িক বিরতি দিয়ে আসলে খুঁজে বেড়িয়েছেন অমৃত। এরই মধ্যে বাংলার ভাষাসাহিত্যে স্নাতকোত্তর ডিগ্রি নিয়ে ঝুলিতে যোগ করেছেন এমফিল ডিগ্রি। আর বিসিএস শিক্ষা ক্যাডারের কর্মকর্তা হিসেবে পেশাগত দায়িত্ব পালনের সঙ্গে সঙ্গে এখন তিনি পিএইচডি গবেষণারত।