কিউবায় জন্ম ইতালাে কালভিনাের, ১৯২৩ সালের ১৫ই অক্টোবর। মেক্সিকোর বিপ্লবের অল্প কিছুদিন পর তাঁর পরিবার ইতালিতে ফিরে আসে এবং সান। রেমােতে থিতু হয়; সেখানেই জীবনের প্রথম বিশ বছর কাটে তার। মূলত তিনি ত্রিবিধ পরিচয়ের অধিকারী: কথাশিল্পী, প্রাবন্ধিক এবং সাংবাদিক। Le Citta Invisibili নামে ইতালীয় ভাষায় প্রকাশিত (১৯৭২) এবং উইলিয়াম উইভার কর্তৃক ইনভিবিল সিটি নামে ইংরেজিতে অনুদিত (১৯৭৪) বইটি তাঁর শ্রেষ্ঠ সাহিত্যকর্ম বলে বিবেচিত, অধিকাংশ পাঠক ও সমালােচকের কাছে। একই সঙ্গে নব্যবাস্তববাদী এবং জাদুবাস্তবধর্মী সাহিত্যের স্রষ্টা কালভিননার অন্যান্য গ্রন্থের মধ্যে রয়েছে উপন্যাস দ্য পাথ টু দ্য নেস্ট অভ স্পাইডার্স, দ্য ব্যারন ইন দ্য ট্রিয, দ্য নন-এক্সিসটেন্ট নাইট, দ্য ক্লোন ভাইকাউন্ট, দ্য ক্যাসল অভ ক্রসড় ডেসটিনি, ইফ অন আ উইন্টার্স নাইট আ ট্রাভেলার, গল্পসংগ্রহ ডিফিকাল্ট লাভ, প্রবন্ধসংগ্রহ লিটুরেচার মেশিন, এবং ইতালীয় লােকগল্পের সংকলন ইটালিয়ান ফোকটেলস। ১৯৮৫ সালের ১৯শে সেপ্টেম্বর রােমে বাষট্টি বছর বয়সে মৃত্যু হয় তার।