আহমেদ আল আমীন একজন বাংলাদেশি লেখক। ১৯৮৭ সালের ২ ফেব্রুয়ারি ঝালকাঠির নলছিটি উপজেলার ভবানীপুরের মাতুলালয়ে জন্মগ্রহণ করেন। পৈতৃক নিবাস পার্শ্ববর্তী ডেবরা গ্রামের সম্ভ্রান্ত হাজি বাড়ি। দাদা মরহুম আবদুল কাদের হাওলাদার ছিলেন স্থানীয় সম্ভ্রান্ত ভূস্বামী ও দানবীর। আহমেদ আল আমীনের শৈশব ও কৈশোর কেটেছে নিজ গ্রামে। কৈশোরের কিছুকাল কাটে ময়মনসিংহে। পড়াশোনা করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে। জাহাঙ্গীরনগরে সরকার ও রাজনীতি বিভাগ থেকে ২০০৯ সালে স্নাতক (সম্মান) ও ২০১০ সালে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিয়মিত শিক্ষার্থী হিসেবে মুদ্রণ ও প্রকাশনা অধ্যয়ন বিভাগ থেকে ২০১৮ সালে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। এর আগে ঝালকাঠি, ময়মনসিংহ এবং বরিশালে স্কুল ও কলেজ পর্যায়ে অধ্যয়ন করেছেন। সাহিত্যের প্রতি আহমেদ আল আমীনের প্রবল ঝোঁক সেই ছোটবেলা থেকেই। ষষ্ঠ শ্রেণিতে পড়ার সময় লেখক হওয়ার স্বপ্ন দেখেন। ২০০১ সালে প্রথম উপন্যাস লেখেন। ২০১৫ সালে অমর একুশে গ্রন্থমেলায় প্রথম গ্রন্থ প্রকাশ পায়। প্রকাশিত গ্রন্থের মধ্যে রয়েছে প্রকাশনা বিজ্ঞানী ও সম্পাদনা বিশেষজ্ঞ ড. মনজুরুল ইসলামের জীবনকথা, ঝোপেঝাড়ে তারা জ্বলে, খলনায়ক প্রভৃতি।