Loading...
আসমার ওসমান
লেখকের জীবনী
আসমার ওসমান (Asmar Osman)

Author info আসমার ওসমান। জন্ম এবং বেড়ে ওঠা ঢাকায়। লেখেন খুব অল্প, কিন্তু পাঠক সমাদৃত। বিচিত্র সব বিষয় নিয়ে তার আখ্যান জগৎ। হরর জনার-এ যেমন তিনি রীতিমত অনুসরণীয়, তেমনি সিদ্ধহস্ত মানবিক বিবরণীতেও। চারটি উপন্যাস, পাঁচটি ছোটগল্প সংকলনসহ মোট ষোলটি প্রকাশিত গ্রন্থ তার। জাগৃতি প্রকাশনী এবং বিদ্যাপ্রকাশ থেকেই বেরিয়েছে তার বেশিরভাগ বই।অর্থনীতি শাস্ত্রের কৃতি শিক্ষার্থী আসমার পেশাগত জীবনে একজন সমাজ-অর্থনীতি বিষয়ক গবেষণা-পরামর্শক। ঢাকার ছ’তলা এক ভবনের ছ’তলায় যৌথ পরিবার নিয়ে তার সংসার। বাসাভর্তি বই। ব্যাংকার স্ত্রী এবং একমাত্র পুত্র সন্তানকে নিয়ে তার দিন চলা।

আসমার ওসমান এর বইসমূহ